লিপ ডে-তেই রিসেপশন, বউভাত স্মরণীয় করে রাখলেন সৃজিত-মিথিলা
বিশেষ দিনের কথাই কি তবে মাথায় রেখে রিসেপশনের পরিকল্পনা করেছিলেন সৃজিৎ। বিয়ে ২০১৯-এ সারলেও রিসেপশন হল লিপ ইয়ারে ও লিপ ডে-তে, ২৯ শে ফেব্রুয়ারি। সেই উপলক্ষ্যেই তারকাদের ঢল নামল শনিবার রাতে।
110

২৯ ফেব্রুয়ারি রিসেপশন সারলেন সৃজিত ও মিথিলা।
210
সেই উপলক্ষ্যেই এদিন টলি-তারকাদের ঢল নেমেছিল স্বভূমিতে।
310
শর্বরী দত্তের পোশাকেই এদিন সেজেছিলেন সৃজিত মুখোপাধ্যায়।
410
অনুষ্ঠানে এসে নব দম্পতিকে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
510
কেক কেটে এদিন সেলিব্রেশনে মাতেন দুই তারকা।
610
রিশেপসনের আসরে উপস্থিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
710
সন্তানকে কোলে নিয়েই সকলের সঙ্গে সৃজিত সারলেন বাক্যালাপ। তুললেন সেলফি।
810
সৃজিতের রিশেপসনে কৌশিক গঙ্গোপাধ্যায়।
910
এদিন উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। উপস্থিত হয়েছিলেন মিমি চক্রবর্তীও।
1010
বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছিল গ্র্যান্ড সেলিব্রেশনের প্রস্তুতি।
Latest Videos