প্রকাশ্যে চুম্বনে সপাটে থাপ্পড়, শ্লীলতাহানিতে অভিযুক্ত মিকা-কে আবার কেন জড়িয়ে ধরলেন রাখি

  • একে অপরকে জড়িয়ে ধরলেন রাখি সাওয়ান্ত ও মিকা সিং
  • তবে কি বিতর্ক ভুলে তারা এখন বন্ধু
  • চুম্বন থেকে সোজা জড়িয়ে ধরে তারা নাকি এখন দাদা বোন
  • সটান পায়ে হাত দিয়ে প্রণামও করেন মিকাকে

মিকা সিং এবং রাখি সাওয়ান্ত। বলিউডের কন্ট্রোভার্সির শিরোনামে দুজনেই বিরাজমান। কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ।  এর আগেও বহুবার বিতর্কে নাম জড়িয়েছে দুই তারকার। বিশেষত, ২০০৬ সালে রাখিকে নিজের জন্মদিনের পার্টিতে প্রকাশ্যে চুম্বন করেছিলেন মিকা,সঙ্গে সঙ্গে সপাটে থাপ্পড় মেরেছিল রাখি। তবে থাপ্পড় মেড়েই ক্ষান্ত হননি। বরং এর বদলা নিয়েছিলেন বহুদিন ধরে। শ্লীলতাহানির অভিযোগ এনে আদালত পর্যন্ত গড়িয়েছিল সেই চুমুর রেশ। তবে হঠাৎ এ কী হল রাখি।

আরও পড়ুন-করোনামুক্ত জিতের বাবা-মা, দীর্ঘ ২২ দিনের লড়াইয়ের পর স্বস্তিতে টলিপাড়ার 'বস'...

Latest Videos

মাত্র ১৫ বছর কাটতে না কাটতেই ভোলবদল। তবে কি পুরোনো বিবাদ ভুলে গেলে নায়িকা। নাকি সমস্ত ঝামেলা মিটিয়ে নিয়েছেন একে অপরের সঙ্গে। সম্প্রতি পাবলিক প্লেসে একে অপরকে জড়িয়ে ধরলেন রাখি সাওয়ান্ত ও মিকা সিং। তবে কি বিতর্ক ভুলে তারা এখন বন্ধু। চুম্বন থেকে সোজা জড়িয়ে ধরে তারা নাকি এখন দাদা বোন। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।

 

 

রাখি সাওয়ান্ত ও মিকা সিং দুজনেই কফি কিনতে এসে মুখোমুখি হন। তারপরই মিকাকে দেখে জড়িয়ে ধরেন রাখি। এবং সটান পায়ে হাত দিয়ে প্রণামও করেন মিকাকে। আর বলেন সিং ইজ কিং এটা মনে রাখবেন। মিকা আমার দাদার মতো। ওর মতোন ভাল আর কেউ নেন। মিকাও কম কীসে, রাখি আমার আদরের এবং ও কিন্তু বিগবসের আসল কুইন। তারপর শুরু হয় কথাবার্তা। ততক্ষণে পাপারাৎজির ক্যামেরায় তা লেন্সবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। মাস্ক ছাড়াই রাস্তায় দেখা গিয়েছে বলিউডের ড্রামাকুইন রাখি সাওয়ান্তকে।
 

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল