নয়না-অপ্সরার লেসবিয়ান যৌনতায় ঘোর আপত্তি হল মালিকদের, ছবি মুক্তি পিছতেই ক্ষোভ প্রকাশ রামগোপালের

হাজারো বিতর্ক থাকা সত্ত্বেও সেন্সর বোর্ডেরও ছাড়পত্র পেয়েছে এই ছবি। সেন্সর বোর্ডের অনুমতিতে 'এ' সার্টিফিকেট পেয়েছে রামগোপাল বর্মার 'খাত্রা: ডেঞ্জারাস'।  লেসবিয়ান ড্রামা যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাবে তা নিজেওভাবতেই পারেননি পরিচালক রামগোপাল ভার্মা। এটিই ভারতের প্রথম লেসবিয়ান ছবি যেটা এ সার্টিফিকেট পেয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ৮ এপ্রিল ছবিটি মুক্তি কথা ছিল, অর্থাৎ আজই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই  ঘোর আপত্তি প্রকাশ করলেন হল মালিকরা। সমকামিতায় মাখা ছবির প্রতিটা পরতে পরতে রয়েছে রোম্যান্স। আর এই ধরনের ছবি দর্শকদের কাছে পরিবেশন করতে নারাজ তারা। যার ফলেই খানিক বাধ্য হয়ে ছবি মুক্তি পিছিয়ে দিলেন পরিচালক রামগোপাল বর্মা। গত বৃহস্পতিবার টুইটে ক্ষোভপ্রকাশ করেছেন পরিচালক।

হাজারো বিতর্ক থাকা সত্ত্বেও সেন্সর বোর্ডেরও ছাড়পত্র পেয়েছে এই ছবি। সেন্সর বোর্ডের অনুমতিতে 'এ' সার্টিফিকেট পেয়েছে রামগোপাল বর্মার 'খাত্রা: ডেঞ্জারাস'।  লেসবিয়ান ড্রামা যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাবে তা নিজেওভাবতেই পারেননি পরিচালক রামগোপাল ভার্মা। এটিই ভারতের প্রথম লেসবিয়ান ছবি যেটা এ সার্টিফিকেট পেয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ৮ এপ্রিল ছবিটি মুক্তি কথা ছিল, অর্থাৎ আজই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই  ঘোর আপত্তি প্রকাশ করলেন হল মালিকরা। সমকামিতায় মাখা ছবির প্রতিটা পরতে পরতে রয়েছে রোম্যান্স। আর এই ধরনের ছবি দর্শকদের কাছে পরিবেশন করতে নারাজ তারা। যার ফলেই খানিক বাধ্য হয়ে ছবি মুক্তি পিছিয়ে দিলেন পরিচালক রামগোপাল বর্মা। গত বৃহস্পতিবার টুইটে ক্ষোভপ্রকাশ করেছেন পরিচালক।

ছবি মুক্তি পিছিয়ে যাওয়ায় রীতিমতো রেগে গেছেন রামগোপাল বর্মা। নিজের টুইটারে পরিচালক জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সমকামিতা গল্পের কারণে অনেক থিয়েটারের অসহযোগিতায় 'খাত্রা: ডেঞ্জারাস' মুক্তি স্থগিত রাখা হয়েছ। তবে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা এগিয়ে যাবো এবং পরবর্তী তারিখ জানাব। তিনি আরও বলেছেন, আইনক্স, পিভিআর-এর হল মালিকেরাও ছবি মুক্তি নিয়ে ঝামেলা করছেন। কারণ খুল্লামখুল্লা সমকামিতাকে তারা সাপোর্ট করছেন না। তবে ছবি মুক্তি নিয়ে বেশ সমস্যায় পড়েছেন  পরিচালক।

Latest Videos

 


ছবির পোস্টার দেখেই উত্তেজনার পারদ দ্বিগুণ বেড়েছে। রামগোপাল বর্মার 'খাত্রা: ডেঞ্জারাস'- এ দুই নারীর শরীরী উষ্ণতায় মজেছে দর্শক। রমরমিয়ে সমকামীতাই শুধু নয়, বরং চরম শরীরী নেশায় দর্শকদের পাগল করে দিচ্ছেন দুই নারী। যা নিয়ে জোর চর্চা চলছে নেটপাড়ায়।ক্রাইম ড্রামা যে এমনটা হতে পারে তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না দর্শকরা। যত দিন এগোচ্ছে ততই যেন ছবিকে কেন্দ্র করে পারদ চড়ছে। পরিচালক রামগোপাল বর্মার 'খাত্রা: ডেঞ্জারাস'-এর ট্রেলারেই ঝড় তুলেছিলেন নয়না গঙ্গোপাধ্যায়। ভারতের প্রথম লেসবিয়ান ক্রাইম ড্রামা এটি। যেখানে লেসবিয়ানের চরিত্রে দেখা যাচ্ছে চরিত্রহীন নায়িকাকে। নেটদুনিয়ার নয়া সেনসেশন নয়না গঙ্গোপাধ্যায়  চরিত্রের জন্য যতটা খোলামেলা দরকার ততটাই বেশ সাবলীলতার সঙ্গে তিনি প্রদর্শন করছেন। ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন থেকে,অর্ধনগ্ন অবস্থায় শরীরী ঘনিষ্ঠতা, প্রচন্ড সাহসী দৃশ্যে অভিনয় করে সমালোচকদের নজর কেড়েছেন নয়না। এবং তারপর থেকে অনেকেই সমকামী ভাবতেও শুরু করেছিলেন নয়নাকে । লেসবিয়ান ক্রাইম ড্রামায় প্রতিটি পরতে পরতে চমক রয়েছে। 'খাত্রা: ডেঞ্জারাস'-  ছবিতে এতটাই বোল্ড দৃশ্য  রয়েছে যার ঝলক দেখেই নাজেহাল অবস্থা ভক্তদের। 'চরিত্রহীন' ওয়েবসিরিজ দিয়ে বাংলা অভিনয়ের জগতে প্রথম কাজ নয়না গাঙ্গুলির । খোলামেলা সাহসী দৃশ্যে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন এই তন্বী অভিনেত্রী। যার শরীরী উষ্ণতায় কাত হাজারো পুরুষ, সেই পুরুষের থেকে শত যোজন দূরে থাকছেন নয়না।  রামগোপালের ছবি মানেই যৌনতা, খুল্লামখুল্লা অন্ধকার দিক রয়েছে। প্রতিটি পরতে পরতে রয়েছে চমক। এবারও তার ব্যতিক্রম নয়। বর্তমানে ৩৭৭ ধারা অনুযায়ী দেশে সমকামিতা স্বীকৃত হলেও সমাজে স্বীকৃতি দিয়ে আজও দ্বিধাবোধ করেন অনেকেই। এবং আদালতের নির্দেশ মতো আরও একবার তা স্মরণ করিয়ে দিয়েছেন পরিচালক। এবং এটাই প্রথম দেশের সমকামী ছবি  'খাত্রা: ডেঞ্জারাস'  । অপ্সরাকে ভেজা শরীরে চুম্বন থেকে ঘনিষ্ঠতা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। 

আরও পড়ুন- সেক্সি বডিকন স্যুটে স্পষ্ট বিভাজিকার খাঁজ, উরফির কিলার লুকে নেটপাড়ায় ঝড়

আরও পড়ুন-পিছনে কাটা থেকে সামনে খোলা, নিতম্ব-বক্ষের শরীরী মোচড়ে কিমের জায়গা নিতে চাইছেন জাহ্নবী

আরও পড়ুন-হাঁটুর বয়সী আলিয়ার সঙ্গে চরম রোম্যান্স রণবীরের, বলিউডের হবু বর-কনের বয়সের পার্থক্য কত জানেন?

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia