'রামায়ণ'র লব-কুশের এপিসোড প্রধানমন্ত্রীর বিশেষ অনুরোধে তৈরি হয়েছিল, জানালেন পরিচালক রামানন্দ সাগর

Published : May 04, 2020, 11:52 PM ISTUpdated : May 05, 2020, 02:34 AM IST
'রামায়ণ'র লব-কুশের এপিসোড প্রধানমন্ত্রীর বিশেষ অনুরোধে তৈরি হয়েছিল, জানালেন পরিচালক রামানন্দ সাগর

সংক্ষিপ্ত

'রামায়ণ'র লব-কুশের এপিসোড শ্যুট করতেই চাননি পরিচালক রামানন্দ সাগর। প্রাইম মিনিস্টারের অফিসের বিশেষ অনুরোধে শ্যুট করা হয় সেই এপিসোড। বাল্মীকি সমাজও একই অনুরোধ করেছিল পরিচালককে।  

রামায়ণের পনুঃসম্প্রচারের পর থেকেই ওয়েবের দুনিয়াকেও টিআরপির ক্ষেত্রে টক্কর দিচ্ছে। এবার গোটা ভারত ছেড়ে বিশ্বের মধ্যে টক্কর দিল রামায়ণ। এক দিনে ৭৭ মিলিয়ন ভিউজ নিয়ে বিশ্ব রেকর্ড গড়ল রামায়ণ। ছাপিয়ে গেল গেম অফ থ্রোনসকেও। লকডাউনের কারণে বহু পুরনো অনুষ্ঠান, ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট শুরু হয়েছে। 

আরও পড়ুনঃসব ঠিক হয়ে যাবে, 'আই ফর ইন্ডিয়া' তে গান গেয়ে সাহস জোগালেন শাহরুখ খান

সম্প্রতি সেই রামায়ণ নিয়েই পরিচালক রামানন্দ সাগরের ছেলে প্রেম মুখ খুললেন। তিনি জানান, লব-কুশের এপিসোডটি আসলে দর্শকদের দেখাতে চাননি রামানন্দ। তিনি বিশ্বাস করতে চাননি যে সীতাকে, রাম পরিত্যাগ করেছিলেন। তবে বাল্মীকি সমাজ এবং পিএমওর বিশেষ অনুরোধে এপিসোডটি এয়ার করা হয়। 

আরও পড়ুনঃএটাই 'দুঃসময়ের ঔষুধ', করোনা মোকাবিলায় ফের নয়া উদ্যোগে অপরাজিতা

প্রসঙ্গত টিরআরপির বিষয় এখন রামায়ণের ধারে কাছে নেই কোনও শো। লকডাউনে মধ্যেই চলছে বিনোদনের জোগানও। বহু ধারাবাহিক এবং অনুষ্ঠানের পুনঃসম্প্রচারে বেশ খুশি ভারতীয় দর্শক। যদিও ডিডি ন্যাশানালের ইনস্টাগ্রাম পেজে কয়েকজন দর্শকরা অ্ভিযোগ জানিয়েছেন যে রামায়ণের এপিসোডের বহু অংশ কেটে এয়ার করা হচ্ছে।

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?