জন্মদিনে সুখবর শোনালেন রণবীর, এবার করণ-আলিয়া জুটির সঙ্গে নয়া চমক

Published : Jul 06, 2021, 07:11 PM IST
জন্মদিনে সুখবর শোনালেন রণবীর, এবার করণ-আলিয়া জুটির সঙ্গে নয়া চমক

সংক্ষিপ্ত

জন্মদিনে সুখবর শোনালেন রণবীর  ঝড়ের বেগে ভাইরাল রণবীর-আলিয়া জুটি করণের প্রযোজনায় এবার রকি অউর রনি রইল বিস্তারিত তথ্য

রণবীর সিং, বলিউডে পা রাখার পর নিজের জায়গা করে নিতে সময় লাগেনি খুববেশিদিন। প্রথম থেকেই তাঁর অভিনয় গুণে প্রশংসা করেছেন সকলেই। যদিও প্রশ্ন জেগেছিল করণ জোহারের মনে। কীভাবে রণবীরের ছবি চলে তিনি ভেবেই পাননি। পোস্টার দেখা মাত্রই তা মনে মনে স্থির করেছিলেন করণ জোহার। তবে জোহুরির চোখ ছিল এবার ভুল। করণ জোহার মোটেও সঠিক প্রমাণ হননি। রণবীরের প্রথম ছবি বাজিমাত। 

সেই থেকে বলিউডের সফর শুরু। একের পর এক স্টানিং লুকে ছবি দর্শকদের উপহার দিয়ে সুপারস্টারের তকমা ছিনিয়ে নিয়েছেন রণবীর সিং। আর তাই এবার তাঁর দরবারেই হাজির করণ জোহার। করণের পরবর্তী ছবির প্রস্তাব পেলেন এবার আলিয়া ভাট ও রণবীর সিং। জন্মদিনের দিনই সুখবর শোনালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া মাত্রই সেই টিজার ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল। ছবিক নাম রকি অউর রানি কি প্রেম কাহানি। 

 

 

এ এক পারিবারিক ছবি, যেখানে ভালোবাসা, পরিবার সবই একসঙ্গে জায়গা করে নেবে। আলিয়া ভাটকে দেখা যাবে রানির চরিত্র। আলিয়ার দিদা-দাদুর ভুমিকাতে অভিনয় করবেন সাবানা আজমি ও ধর্মেন্ত্র। রণবীরের দিদার ভুমিকাতে দেখা যাবে জয়া বচ্চনকে। গলিবয় জুটি আবারও একসঙ্গে, এক ফ্রেমে। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত