ওটিটি দুনিয়ায় এবার ছক্কা হাঁকাতে আসছে ৮৩, জেনে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি

Published : Mar 21, 2022, 01:28 PM ISTUpdated : Mar 21, 2022, 02:41 PM IST
ওটিটি দুনিয়ায় এবার ছক্কা হাঁকাতে আসছে ৮৩, জেনে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি

সংক্ষিপ্ত

২০২১ সালের শেষার্ধে বলিউডের অন্যতম ব্লকবাস্টারগুলির মধ্যে একটি ছিল রণবীর সিং এবং দীপিকা পাডুকোন অভিনীত প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন কপিল শর্মার বায়োপিক '৮৩।' এবার সেই ছবিকেই ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্মে দেখার সুযোগ পাবেন দর্শকরা।   

বলিউডে অতিমারির কারণে (Corona Virus Pandemic) আটকে থাকা ছবিগুলির মধ্যে অন্যত্তম একটি ছবি হল ৮৩। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ক্রিসমাস এবং নিউ ইয়ারকে লক্ষ্য করে মুক্তি পেয়েছিল এই ছবি। তবে সেখানেও দেখা দিল করোনা কাঁটা। প্রথম সপ্তাহে বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেললেও অবশেষে ৮৩ উচ্ছাসের মেঘ ফিকে হয়ে পড়ে। নতুন বছরের শুরুতেই পুনরায় মাথা চাড়া দিতে শুরু করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। ফলত বক্স অফিসে সাফল্য পেলেও তা রেকর্ড ব্রেকিং হওয়ার সুযোগ ছিল না কোনওভাবেই কারণ কিছুদিনের মধ্যেই লকডাউনের পথে হাঁটতে শুরু করে বেশ কিছু রাজ্য। 

সুতরাং, ইচ্ছা থাকলেও ৮৩ দেখার সুযোগ হয়ে ওঠেনি সকল দর্শকের। এবার তাঁদের জন্যই বিরাট সুখবর। ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) মুক্তি পেতে চলেছে এই ছবি। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন (Netflix Subscription) নেওয়া থাকলেই বাড়ি বসে যে কোনও সময়ে দেখা যাবে এই ছবি। সম্প্রতি, মুম্বই হাইকোর্ট (Mumbai Hightcourt) প্রোডাকশন হাউস যে ফিল্মের ডিজিটাল এবং স্যাটেলাইট মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছিল তা খারিজ করেছে।

ছবিটি ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ছবিটি ২০২১ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে মুক্তি পায় এবং এই ছবিতে রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাডুকোনের (Deepika Padukone) পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ চরিত্রগুলির মধ্যে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, হার্ডি সান্ধু এবং তাহির রাজ ভাসিনের মতো অভিনেতা অভিনেত্রীরা। ছবিটি পরিচালনা করেছেন কবির খান। অভিনয়ের পাশাপাশি বলিউডে প্রযোজনার কাজে ইতিমধ্যেই পা বাড়িয়েছেন দীপিকা পাডুকোন আর এই ছবিতেও নায়িকার পাশাপাশি প্রযোজক দলের একজন অংশ ছিলেন দীপিকা। 

আরও পড়ুন- হায়দরাবাদে গাড়ি দুর্ঘটনা, মাত্র ২৬ বছর বয়সে প্রয়াত হলে তেলেগু অভিনেত্রী গায়েত্রী

আরও পড়ুন- হাঁটুর বয়সি মেয়ের সঙ্গে ঠোঁটঠাসা গাঢ় চুম্বনে লিপ্ত অমিতাভ, রানির সাহসী দৃশ্যে আজও সরগরম বলিউড

আরও পড়ুন- স্তন থেকে ঠোঁট, বাদ যায়নি গায়ের রং, নিজের খুঁত ঢাকতে ছুরি-কাঁচিতে বাজিমাত এই বলি ডিভার

ছবির প্রযোজক সংস্থা ম্যাড ম্যান রিলায়েন্স এন্টারটেনমেন্ট, নেটফ্লিক্স, স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ছবিটির ডিজিটাল মুক্তিতে স্থগিতাদেশ দেওয়ার জন্য। তাদের দাবি ছিল ছবির মালিকানা তাদের (৩৭.৫%), রিলায়েন্স এন্টারটেইনমেন্টের (৩৭.৫%) এবং ভিব্রি মিডিয়া প্রাইভেট লিমিটেডের মধ্যে ভাগ করা হয়েছিল। এছাড়া ছবির অন্যতম এক প্রযোজকের কাছে রয়েছে ২৫%। এরপর মুম্বই হাইকোর্টের তরফে দাবি করা হয়েছে যে সম্মতির শর্তাবলী ৮৩-এর ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ শর্তগুলি পাস হওয়ার অনেক আগে চুক্তিটি করা হয়েছিল। মুম্বই হাইকোর্ট আরও বলেছে যে ম্যাড ম্যান ছবিটি মুক্তির প্রথম দশ বছর পরেই ৮৩ ছবির অধিকার পাবে।

অন্যদিকে স্টার ইন্ডিয়া (Star India) এবং নেটফ্লিক্সের (Netflix) তরফে দাবি করা হয়েছে যে তারা এই ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ২০২১সালে ছবিটি মুক্তি পাওয়ার অনেক আগে থেকেই। যার ফলে বর্তমানে ৮৩ সিনেমাটি হটস্টার এবং নেটফ্লিক্সে দেখানোর অনুমতি পেয়েছেন তারা যা ভক্তদের কাছে একটি বিরাট সুখবর। করোনা অতিমারির কারণে যারা সেইসময় এই ছবি দেখতে পারেন নি তারা এবার যে কোনও সময় এই দুই প্ল্যাটফর্মে দেখতে পারেন এই ছবি। 
 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত