আলিয়া নয়, রণবীরের জীবনসঙ্গী হিসেবে ঋষি কাপুরের পছন্দ ছিল অন্য কাউকে

Published : May 08, 2020, 09:14 PM IST
আলিয়া নয়, রণবীরের জীবনসঙ্গী হিসেবে ঋষি কাপুরের পছন্দ ছিল অন্য কাউকে

সংক্ষিপ্ত

আলিয়া ভাটের সঙ্গে কাপুর পরিবারের ঘনিষ্ঠতা ক্রমশ বেড়েই চলেছে।  ঋষি কাপুরের প্রয়াণের পর রণবীর, নীতু এবং ঋদ্ধিমার পাশে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে আলিয়া। অথচ রণবীরের জীবনসঙ্গী হিসেবে ঋষির পছন্দ ছিল এনাকেই।

কেটে গিয়েছে প্রায় দু'সপ্তাহ। কাপুর পরিবারের সঙ্গে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া। রণবীর, ঋদ্ধিমা এবং নীতু কাপুরের পাশে মানসিক সামর্থ জুগিয়ে চলেছেন আলিয়া। কাপুর পরিবারের সঙ্গে ক্রমশ ঘনিষ্ঠতা বেড়ে চলেছে তাঁর। ঋষি কাপুরের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আলিয়ার। তবুও রণবীরের জীবনসঙ্গী হিসেবে ঋষি কাপুরের পছন্দ ছিল অন্য কাউকে। 

আরও পড়ুনঃ'পাতলা ফিনফিনে শাড়ি পরে ওই ধরণের কাজ আমি করতে পারব না', দুপুর ঠাকুরপো নিয়ে কী অভিযোগ ছিল শ্রীলেখার

তিনি হলেন অয়ন মুখোপাধ্যায়। রণবীরের এই সবচেয়ে ভাল বন্ধুকে নিয়ে ঋষি কাপুর ঠাট্টা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বছর দুয়েক আগে অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে রণবীরের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, "বেস্ট ফ্রেন্ডস। তোমাদের এবার বিয়ে করে নেওয়া উচিত।" ২০১৮ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন ঋষি কাপুর। নিউ ইয়র্কে চলেছিল তাঁর চিকিৎসা। 

আরও পড়ুনঃ'বদ্ধ ঘরে রবি', 'রবীন্দ্র জয়ন্তী'তে দুই প্রজন্মের দুই কবি

সেখানে একটি সফল অস্ত্রপচারের পর খানিক সুস্থ হয়ে উঠেছিলেন বর্ষীয়ান অভিনেতা। ২০১৯ সালে দেশে ফিরে আসেন তিনি। এ বছর এপ্রিল মাসের ২৯ তারিখ স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কোলন ইনফেকশন নিয়ে ভরতি হন ঋষি কাপুর। দ্রুত অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।   

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?