হরিদ্বারে দরজা বন্ধ, মুম্বইয়ের বানগঙ্গায় ঋষি কাপুরের অস্থি বিসর্জন, দেখুন ভিডিও

Published : May 03, 2020, 11:07 PM ISTUpdated : May 03, 2020, 11:13 PM IST
হরিদ্বারে দরজা বন্ধ, মুম্বইয়ের বানগঙ্গায় ঋষি কাপুরের অস্থি বিসর্জন, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

লকডাউনের জেরে হিরদ্বার যাওয়ার অনুমতি খারিজ। মুম্বইয়ের বানগঙ্গায় ভাসাতে হল বাবার অস্থি। ঋষি কাপুরের অস্থি বিসর্জনে রণবীরের ভিডিও ভাইরাল।  

লকডাউনের মেয়াদ ফের বেড়ে গিয়েছে। যার জেরে হরিদ্বারের গিয়ে ঋষি কাপুরের অস্থি বিসর্জন করে আসতে পারলেন না রণবীর কাপুর। বাধ্য হয়ে মুম্বইয়ের বানগঙ্গা ট্যাঙ্কেই সম্পন্ন হল অস্থি বিসর্জনের কাজ। সেই ভিডিও এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। রণবীরের সঙ্গে ভিডিওতে দেখা গিয়েছে নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহনিকে। 

আরও পড়ুনঃম্যাডোনার শরীরে করোনার অ্যান্টিবডি, করোনাযুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে লং ড্রাইভে বেরলেন গায়িকা

এমনকি সঙ্গে ছিলেন প্রেমিকা আলিয়া ভাট এবং রণবীরের সবচেয়ে প্রিয় বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায়। প্রসঙ্গত সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় এইচ এন হাসপাতাল থেকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে রণবীর কাপুর হিন্দু মতে পালন করছেন কিছু আচার-বিধি। ঋষি কাপুরের শেষ কৃত্যের আগে হাসপাতালের ঘরে করা হয়েছে এই ভিডিও। যেখানে হিন্দুমতে পুরোহিত মশাইয়ের বলে দেওয়া সমস্ত নিয়ম মেনে আচার-বিধি পালন করছেন রণবীর। হাসপাতালে বেডে শুয়ে থাকা ঋষির কাপুরের নিথর দেহ দেখে কমেন্ট সেকশনে শোকপ্রকাশ করে চলেছে নেটিজেনরা। 

আরও পড়ুনঃরাজকাপুরের সঙ্গে নার্গিসের সম্পর্ক গভীর প্রভাব ফেলেছিল পরিবারে, জানিয়ে ছিলেন ঋষি কাপুর

২০১৮ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন ঋষি কাপুর। নিউ ইয়র্কে চলেছিল তাঁর চিকিৎসা। সেখানে একটি সফল অস্ত্রপচারের পর খানিক সুস্থ হয়ে উঠেছিলেন বর্ষীয়ান অভিনেতা। ২০১৯ সালে দেশে ফিরে আসেন তিনি। এ বছর এপ্রিল মাসের ২৯ তারিখ স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কোলন ইনফেকশন নিয়ে ভরতি হন ঋষি কাপুর। দ্রুত অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।   

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য