ম্যাডোনার শরীরে করোনার অ্যান্টিবডি, করোনাযুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে লং ড্রাইভে বেরলেন গায়িকা

Published : May 03, 2020, 09:49 PM IST
ম্যাডোনার শরীরে করোনার অ্যান্টিবডি, করোনাযুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে লং ড্রাইভে বেরলেন গায়িকা

সংক্ষিপ্ত

বিশ্ববিখ্যাত আমেরিকান গায়িকা ম্যাডোনার শরীরে করোনার অ্যান্টিবডি।  নিজের কোয়ারেন্টাইন ডায়েরির ১৪ নম্বর এডিশনে খবরটি প্রকাশ্যে আনেন ম্যাডোনা।

আমেরিকার জনপ্রিয় সঙ্গীতশিল্পী ম্যাডোনা আক্রান্ত হলেন করোনায়। হলিউড থেকে যে করোনার থাবা ওঠেনি তা ফের প্রমাণ হয়ে গেল। ম্যাডোনা স্বয়ং জানিয়েছেন তাঁর শরীরে পাওয়া গিয়েছে করোনার অ্যান্টিবডি। 

আরও পড়ুনঃ'তারক মেহতা কা উল্টা চশমা'র বঙ্গতনয়াকে যৌনকর্মী বলে সম্বোধন, কড়া জবাব মুনমুনের

ইনস্টাগ্রামে নিজের কোয়ারেন্টাইন ডায়েরির চোদ্দো নম্বর এডিশনে এ কথা প্রকাশ্যে আনেন ম্যাডোনা। তিনি জানান, করোনা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ। যার অর্থ এক সময় তাঁর শরীরে করোনা ছিল। করোনায় আক্রান্ত ছিলেন সেই ব্যক্তি। যদিও ভিডিওতে তাঁকে দেখে তেমন অসুস্থ মনে হচ্ছে না। 

আরও পড়ুনঃঋষি কাপুরের প্রার্থনা সভায় স্ত্রী-ছেলে, করুণ দু'জোড়া চোখের আবেগে ভাসল ভক্তরা

তিনি এও জানান যে তিনি একটা লম্বা ড্রাইভে যাবেন এবং করোনাযুক্ত বাতাসেই নিঃশ্বাস নেবেন। এও আশা করছেন যে পরের দিন সূর্য আরও পরিষ্কার উঠবে। টাইপরাইটারের সামনে টাইপ করতে করতেই বলে চলেছেন এই কথাগুলি।   

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?