- Home
- Entertainment
- Bollywood
- রাজকাপুরের সঙ্গে নার্গিসের সম্পর্ক গভীর প্রভাব ফেলেছিল পরিবারে, জানিয়ে ছিলেন ঋষি কাপুর
রাজকাপুরের সঙ্গে নার্গিসের সম্পর্ক গভীর প্রভাব ফেলেছিল পরিবারে, জানিয়ে ছিলেন ঋষি কাপুর
- FB
- TW
- Linkdin
রাজকাপুরের সঙ্গে একাধিক অভিনেত্রীর প্রণয়ের সম্পর্ক থাকলেও, তা সব থেকে বেশি নজর কেড়েছিল নার্গিসের সময়।
রাজ কাপুর ও নার্গিসের সম্পর্ক পরিবার ভাঙার মত ঝড় তুলেছিল। সেই সময়ের কথা ভুলতে পারেননি ঋষি কাপুর।
ছোট্ট ঋষির মনে সেই দিনগুলি ছিল সর্বদা তরতাজা। কোনও বিষয়ই রাখ ঢাক পছন্দ করতেন না ঋষি কাপুর।
তাই প্রকাশ্যে একবার তাঁর বাবা ও নার্গিসের সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি সাফ জানিয়েছিলেন, এই সম্পর্ক পরিবারে গভীর প্রভাব ফেলেছিল।
নার্গিস এক সময় প্রস্তাব দিয়েছিলেন রাজকাপুরকে যে পরিবার ছেড়ে চলে আসতে। সেই কথা প্রকাশ্যে আসার পরই পরিবারে উঠেছিল ঝড়।
সম্পর্কগুলো ভাঙতে বসেছিল। এরপর বৈজন্তিমালার সঙ্গে রাজ কাপুরের সম্পর্কের কথাও আসে সামনে। তখন বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছিলেন রাজ কাপুরের স্ত্রী।
যদিও কোনও শর্তেই পরিবার ছেড়ে বেরিয়ে যেতে না রাজ ছিলেন রাজ কাপুর। পরবর্তীতে সকলকেই বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন তিনি।
সাক্ষাৎকারে ঋষি কাপুর জানিয়েছিলেন, সেই সময়টা ছিল খুবই কঠিন। পরিবারের ভাঙন, বাবার সম্পর্ক, সবই মনে মনে ছিল তাঁর।