
রাণুকে নিয়ে একের পর এক খবর প্রকাশ্যে উঠে আসতে থাকায় প্রকাশ্যেই মুখ খুলেছিলেন অতীন্দ্র। জানিয়েছিলেন সলমন খান কোনও ফ্ল্যাটই দেননি। কিন্তু সলমন খান যে নিজেই বসে শুনেনিয়েছিল রাণুর গান, সেই ভিডিও অতীন্দ্রই শেয়ার করলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। রাণুর ভক্তের সংখ্যা এখন অগুণতি। সেই তালিকায় এবার নাম লেখালেন খোদ বলিউড ভাইজান।
বিস্তারিতঃ কুলি নং ওয়ান-র সেটে নয়া চমক, প্লাস্টিকমুক্তি সেট তৈরি করে নজর কাড়ল টিম
সলমন খান নিজের টিম মেম্বারদের নিয়ে একটা মিটিং করে ফেললেন ইতিমধ্যেই। সেখানেই রাণুর গান চালিয়ে বেশ মনোযোগ সহকারে শুনেনিলেন তিনি। বলিউডে কানাঘুষ শোনা যাচ্ছে রাণুকে দিয়ে নাকি দাবাং-এর গান গাওয়াতে চলেছেন সলমন খান। সেই প্রসঙ্গকেই যেন উষ্কে দিল এই ভিডিও।
ভিডিওটিতে দেখা গেল সলমন খান মনযোগ সহকারে শুনছেন রাণু মণ্ডলের গান। ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। বর্তমানে রাণু মুম্বইতেই আছে। ফেরার আগেই পেতে পারেন দাবাং থ্রী ছবিতে গানের প্রস্তাব।
বিস্তারিতঃ রোষের মুখে সাহো, বক্স অফিসে ৩৫০ কোটি হাঁকিয়েও সমালোচনার শীর্ষে ছবি
তবে বর্তমানে হিমেশ রেশমিয়াই হোক কিংবা অতীন্দ্র, রাণুর খবর সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় ঘুড়ছে। ফলে রাণুর গলায় নতুন গান মুক্তি পাওয়া মাত্রই তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন মহলে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।