করোনায় গৃহবন্দি সলমন খান, সময় কাটাচ্ছেন প্রথম প্রেমের সঙ্গেই

Published : Mar 20, 2020, 02:30 PM IST
করোনায় গৃহবন্দি সলমন খান, সময় কাটাচ্ছেন প্রথম প্রেমের সঙ্গেই

সংক্ষিপ্ত

করোনার জেরে গৃহবন্দি তারকারা সলমন খান বাড়িতে প্রথম প্রেমের সঙ্গেই সময় কাটাচ্ছেন শেয়ার করলেন সেই ভিডিও  মুহূর্তে তা নেট দুনিয়ায় ভাইরাল 

করোনার জেরে সকলেই এখন গৃহবন্দি।প্রয়োজন ছাড়া তারকারা বাইরে বেরচ্ছেন না। বন্ধ জিম, বন্ধ সুইমিং পুল, পার্টি, সেলিব্রেশন। পরিস্থিতির কথা মাথায় রেখেই বলিউডের তারকারা ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। শ্যুটিং সেটেই কাটে তাঁদের অভিকাংশ সময়। ফলে এক সঙ্গে বাড়িতে থাকা হয় না। জমে থাকে বাড়ির অনেক কাজ। সেই দিকেই এবার নজর দিলেন তারকারা।

আরও পড়ুন-রিল দুনিয়ায় মহামারীর সঙ্গে যুদ্ধ করতে করতেই বাস্তব জীবনে করোনায় আক্রান্ত ড্যানিয়েল...

পাশাপাশি পুরোনো কিছু সম্পর্ক, অভ্যাস ও ইচ্ছাও মিটিয়ে নিচ্ছেন কিছুজন এই সুবাদে। আলিয়া ভাট বই পড়তে ভালো বাসেন, তাই বাড়িতে বসে শেষ করছেন একটি উপন্যাস। ঘরের কাজে হাত দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এসবের মাঝে নিজের পুরোনো প্রেমকেও ঝালিয়ে নিলেন সলমন খান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবরই জানালেন ভাইজান। 

আরও পড়ুন-অবশেষে সুবিচার মিলল নির্ভয়ার, ধর্ষকদের ফাঁসিতে খুশি বলি তারকারা...

আরও পড়ুনঃকরোনা থেকে বাঁচতে হাত ধুতে গিয়ে হচ্ছে সাংঘাতিক ভুল, মনে করিয়ে দিলেন মধুমিতা

সারা বছর একের পর এক ছবির শ্যুটিং-এ ব্যস্ত থাকেন অভিনেতা। কিন্তু তিনি ছবি আঁকতেও বেশ পছন্দ করেন। এরই মাঝে কোথাও গিয়ে যেন সেই দিনগুলোকেই ফিরে পেলেন সলমন খান। একটি ছবি চোখের নিমিশে এঁকে দিলেন তিনি। পাশাপাশি কাহো না পেয়ার হ্যায় গানটি গুণ গুণ করে চললেন তিনি। চারকোল দিয়ে দুটি মুখ আঁকার ভিডিও মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল।  

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে