
দীপাবলির শুভেচ্ছায় মাতলেন তারকারা। এবার এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে হাজির বলিউড ভাইজানও। প্রতিবছরই প্রায় ইদ ও দিওয়ালিতে বক্স অফিস কাঁপিয়ে পর্দায় ঝড় তোলেন সলমন খান। কিন্তু এবছ সেই চেনা ছকে আর পাওয়া গেল না অভিনেতাকে। বিনোদন জগতের ঝাপ দীর্ঘ দিন বন্ধ থাকার ফলে এবার দিওয়ালির মরশুমে ভাটা বক্স অফিসে।
বলিউডের বক্স অফিসে উপচে পড়া আয় ও কড়া টক্কর চোখে পড়ে দিওয়ালি ও ইদের সময়। প্রতিবরই এই সময়কে লক্ষ্য করেই ছবির কথা ঘোষণা করেন সলমন খান। পাশাপাশি মুক্তি পায় আরও বাঘা বাঘা ছবি। কিন্তু সবার বক্স অফিসের আয়কে ছাপিয়ে যায় ভাইজানের কালেকশন। তবে এবার পর্দায় নেই সলমন খান।
করোনার কোপে পাল্টে গিয়েছে সব সমীকরণই। তাই এবার ভক্তদের শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন তিনি। পোস্ট করে জানালেন শুভেচ্ছা। কুর্তা পাঞ্জাবী পরে সাবেকি লুকেই ধরা দিলেন তিনি। শনিবার সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট হওয়া মাত্রই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠল। ছড়িয়ে পড়ল ভাইজানের বার্তা ভক্তমহলে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।