Sara Ali Khan swayamvar: বিটাউনের তিন বিবাহিত পুরুষের দিকে নজর সারার, নামের তালিকা শুনে অবাক করণ

বলিউডে একের পর এক সুপারস্টারেদের বিয়ে নয়তো প্রেমের খবর ভাইরাল, সারার পছন্দের তিন স্টারই বেহাত। 

সারা আলি খান, নতুন প্রজন্মের মধ্যে এই সাইফ কন্য়া এক কথায় বলতে গেলে তাঁর হটনেস ও বোল্ড বিউটির জেরে সকলের মনে এক ঝলকে জায়গা করে নেন তিনি। কিন্তু কোথাও গিয়ে কি তাঁর মনের খোঁজ কেউ রাখে। বিটাউনে পা রাখার পর থেকেই সম্পর্ক নিয়ে নানান জল্পনায় জড়িয়ে পড়তে হয় সেলেবদে। সেই তালিকা থেকে বাদ পড়েন না সারা আলি খান। লাভ আজ কাল ২ ছবি থেকে শুরু হয় কার্তিক আরিয়ানকে নিয়ে হাজারও চর্চা, তারও আগে ছিল কেদারনাথ ছবি ঘিরে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের জল্পনা। বিটাউনে কান পাতলে শোনা যায় যে ইউরোপও নাকি ঘুরতে গিয়েছিল এই জুটি। তবে সেই সম্পর্কে ইতি টানতে খুব বেশি সময় নেননি সারা আলি খান। কার্তিকের সঙ্গেও সম্পর্ক ছিল না খুব বেশিদিন। 

বর্তমানে এই সেলেব ব্যস্ত রয়েছে তাঁর পরবর্তী ছবি আতরঙ্গী রে-এর প্রোমোশনের কাজে। তার জেরেই একাধিক জায়গায় নানা প্রশ্নের সন্মুখীন হতে হচ্ছে তাঁকে। এবার তাঁকে করণ জোহার প্রশ্ন করে বসেন, যে জীবনে সয়ম্বর হলে, কোন কোন স্টারকে তিনি চান সেখানে উপস্থিত থাকতে। সারা আলি খান, দ্বিতীয়বার না ভেবে জানিয়ে দিয়েছিলেন, ভিকি কৌশল, রণবীর সিং ও বরুণ ধাওয়ান। 

Latest Videos

আরও পড়ুন-Malaika : স্তনের একাংশই উন্মুক্ত, লেপার্ড প্রিন্টেড লো নেকে 'Hotness' অ্যালার্ট মালইকার

আরও পড়ুন-Nora-Sukesh : হিরের গয়না থেকে BMW গাড়ি, সুকেশের সঙ্গে নোরার চ্যাট ফাঁস হতেই শোরগোল বি-টাউনে

বর্তমানে এই তিন সুপাস্টারই বিবাহিত। যার ফলে তাঁদের গলায় মালা দেওয়া সম্ভবপর নয়। তাঁদের স্ত্রীরা সমস্তটাই শুনছেন, সাবধান করলেন করণ জোহার। বোল্ড বিউটি সারা আলি খান (Sara Ali Khan) । তিনি বরাবরই ভিষণ রকমের ভাইব্রেন্ট। তাঁর লুক থেকে শুরু করে পর্দায় উপস্থিতি, এক কথায় বলতে গেলে ঝড় তোলে ভক্তমনে। মন খুলে নাচ, ও ভীষণ রকমের ন্যাচারাল অভিনয়, বারে বারে লাইম লাইটে নিয়ে আসে সারা আলি খান (Sara Ali Khan)। এবারও তার ব্যতিক্রম হল না। শাড়ি পরে হায় চাকা চক গানে এবার নেট দুনিয়ায় আগুন ঝড়ালেন তিনি। আগামী ছবি অতরঙ্গী রে (Ayrangi Re) থেকে ভাইরাল (Viral Song)  এর গান।

 

 

বোল্ড লুকে ধরা দিলেন সারা। বিপরীতে দুই তারকা, অক্ষয় কুমার ও ধনুষ। ছবির পরিচালনাতে থাকছেন আনন্দ এল রাই। নতুন ছবির খবর প্রকাশ্যে আসতেই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল ২০২০ সালে। ছবির নাম আতরঙ্গি রে। সব ঠিক থাাকলে ছবি মুক্তি পেত ২০২২ সালের শুরুতেই।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন