বিকিনি পরে দাঁড়িয়ে আছেন গৌরী, এভাবেই স্ত্রীকে কল্পনা করেছিলেন শাহরুখ

  • শাহরুখের মেগাস্টার ক্যারিশ্মার পিছনে গৌরীর অবদান সবচেয়ে বেশি 
  • 'মাই নেক্সট গেস্ট' -শো-এ শাহরুখ ফাঁস করলেন এক চাঞ্চল্যকর তথ্য
  • শাহরুখ প্রেমিক হিসেবে ছিলেন প্রচন্ড প্রজেসিভ
  • শ্বশুরবাড়ির সবচেয়ে প্রিয় জামাই শাহরুখ 

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাহরুখ ও গৌরীর প্রেমকাহিনি কার্যত মিথে পরিণত হয়েছে। শাহরুখের মেগাস্টার ক্যারিশ্মার পিছনে গৌরির অবদান সবচেয়ে বেশি বলেই অনেকে মনে করেন। বাদশা নিজেও সেকথা অবশ্য স্বীকার করেন। এহেন অবস্থায় প্রকাশ্যে আনলেন এক চমকপ্রদ তথ্য। যা শুনে সকলেই হা। 'মাই নেক্সড গেস্ট শো'-এ শাহরুখ ফাঁস করলেন এই চাঞ্চল্যকর তথ্য। যা শুনে হতবাক শো-এর সঞ্চালক ডেবিড লেটরম্যান।

আরও পড়ুন-দীপাবলিতে ছোটদের নিয়েই পার্টিতে মাতলেন সানি, মায়ের হাত ধরে একই পোশাকে হাজির নিশা...

Latest Videos

ঘটনাটি আশির দশকের শেষ দিকে। দিল্লীতে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় গৌরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন শাহরুখ। এমনই সময় বেপাত্তা গৌরী। উদভ্রান্তের মতো গৌরীকে দিল্লীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত খুঁজে বেরাচ্ছিলেন শাহরুখ। জানতে পারেন গৌরী রয়েছেন মুম্বাইয়ে। বন্ধুদের নিয়ে একটি গ্রুপ বানিয়েছিলেন শাহরুখ। যার নাম ছিল 'সি-গ্যাং'। সেই গ্রুপের বন্ধুদের নিয়ে শাহরুখ পাড়ি জমান মুম্বাইয়ে। পকেটের ফুটুফাটা অবস্থা। তাই 'সি-গ্যাং' তাদের সমস্ত মূল্যবান জিনিসপত্র বিক্রী করে দিয়েছিল যার মধ্যে ছিল শাহরুখের সাধের ক্যামেরাও।

আরও পড়ুন-'দীপাবলিতে মেতে উঠুন কয়েকটি বিষয় মাথায় রেখেই', কী বার্তা দিলেন মিমি-বিক্রম...

শাহরুখ জানতেন না গৌরীর মুম্বাইয়ের ঠিকানা। শুধু জানতেন গৌরী সাঁতার কাটতে খুব ভালবাসেন। শাহরুখ অনুমান করেছিলেন গৌরী নিশ্চয় বিকিনি পরে সমুদ্রে সাঁতার কাটতে আসবেন। তাই মুম্বাইয়ের সমুদ্রতীরে দুদিন ধরে বন্ধুদের নিয়ে বসেছিলেন শাহরুখ। শাহরুখের যুক্তি ছিল যারা সমুদ্রে সাঁতার কাটে তারা বিকিনি পরে, তাই গৌরীও তেমন কিছু করবেন। সমুদ্র তীরে গৌরীর দেখা পাননি শাহরুখ। পকেটের অর্থও প্রায় শেষের পথে। বন্ধুরা এই মারে তো সেই মারে।

তৃতীয় দিনে শাহরুখরা জানতে পারে মুম্বাইয়ে একটা নয়, এরকম বহু বিচ রয়েছে। এক পাঞ্জাবী ট্যাক্সিওয়ালাকে শাহরুখ পটান। প্রায় তার পায়ে পরে যাওয়ার মতো অবস্থা। বন্ধুদের নিয়ে ওই ট্যাক্সিতে চেপে শাহরুখরা মুম্বাইয়ের একের পর এক সমুদ্র সৈকতে গৌরীকে খুঁজতে শুরু করেন। সমুদ্র সৌকতে শাহরুখ একে ওকে জিজ্ঞাসা করেন বিকিনি পরা কোনও সুন্দরী মহিলাকে তারা দেখেছেন কিনা। বিকেল প্রায় শেষ হতে বসেছিল। একটি মাত্র সি-বিচই বাকি ছিল শাহরুখদের তালিকায়। বন্ধুরা কিছুতেই রাজি হচ্ছিল না সেই বিচে যেতে। শাহরুখের প্রবল জেদে তারা সেই সি-বিচে হাজির হন। ট্যাক্সি থেকে নেমেই শাহরুখ বলতে থাকে ওই দেখ,লাল বিকিনি পরে গৌরি দৌঁড়ে বেড়াচ্ছে। তবে সত্যি কারেই সেদিন ওই সি-বিচে গৌরীকে খুঁজে পেয়েছিলেন শাহরুখ। তবে লাল বিকিনিতে নয়, ছিমছাম পোশাকে সমুদ্রের জলে পা ডুবিয়ে বসেছিলেন গৌরী।

শাহরুখকে দেখে বিস্ময় ধরে রাখতে পারছিলেন না গৌরী। কারণ ঠিকানা না জেনে এত বড় একটা শহরে তাকে কীভাবে খুঁজে বের করলেন শাহরুখ তাতে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। মন্নতে বসে এত বছর পরে ডেবিড লেটারম্যানকে তার সেদিনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন গৌরী। জানিয়েছেন এমনটাও যে হতে পারে তার ধারণা ছিল না। সেই সঙ্গে হাঁসতে হাঁসতে বলেন শাহরুখের থেকে তার যে মুক্তি নেই সেদিনই তিনি বুঝে গিয়েছিলেন। গৌরী জানিয়েছেন, শাহরুখ প্রেমিক হিসেবে ছিলেন প্রচন্ড প্রজেসিভ। গৌরী ও শাহরুখের সে সময় ছিল ভিন্ন ধর্ম। তারপরে গৌরীর পরিবার ছিল প্রচন্ড রক্ষণশীল। ফলে শাহরুখের প্রজেসিভনেস  গৌরী নিতে পারছিলেন না। তাই একপ্রকার রাগ করেই শাহরুখকে না জানিয়ে মুম্বাইয়ে চলে গিয়েছিলেন গৌরী। তাঁর কথায় আজ শাহরুখ শ্বশুর বাড়ির সবচেয়ে প্রিয় জামাই। শাহরুখ অবশ্য স্বীকার করেন গৌরী মুম্বাই চলে আসায় তার মধ্যেও বলিউডে কেরিয়ার তৈরী করার প্রবণতাটা আরও প্রগাঢ় হয়ে উঠেছিল।

Share this article
click me!

Latest Videos

'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
‘India ফুঁ দিলে Bangladesh উড়ে যাবে’ Muhammad Yunus-কে চরম হুঁশিয়ারি Agnimitra Paul-এর, দেখুন
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata