'কঙ্গনার সাফল্যে হিংসা জ্বলছে বলিউডের একাংশ', রুখে দাঁড়ালেন বিহারি বাবু

  • নেপোটিজম নিয়ে কঙ্গনার পাশে এগিয়ে এলেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা
  •  শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষীর নামও উঠে এসেছিল কঙ্গনার অভিযোগে
  •  কিন্তু কোনও কিছুরই তোয়াক্কা না করে তিনি কঙ্গনাকে সাপোর্ট দিচ্ছেন
  • নাম না নিয়ে করণ জোহরকেও একহাত নিলেন খামোশ অভিনেতা
     

সুশান্তের মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি খুন এর দাবি তুলেছিলেন কঙ্গনা।তার মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ নিয়ে জোর জল্পনা দানা বেঁধেছে বি-টাউনের অন্দরে। প্রথম সারির বেশ কয়েকজনের নাম তিনিই প্রথম প্রকাশ্যে এনেছিলেন। এবার কঙ্গনার পাশে এগিয়ে এলেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তিনি জানিয়েছেন, বলিউডের একাংশ তার এই সাফল্যের হিংসায় জ্বলছে।

 

Latest Videos

আরও পড়ুন-'দিল বেচারা'র দেখতে উপচে পড়েছিল সিনেমাপ্রেমীদের ভিড়, মাঝপথেই ক্র্যাস হয়ে যায় 'হটস্টার'...


সুশান্তের মৃত্যুর পর থেকেই স্বজনপোষণ নিয়ে জোর জল্পনা দানা বেঁধেছে বি-টাউনের অন্দরে। শুধু তাই নয়, নেপোটিজম বিতর্কে কঙ্গনা রানাউতের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন বলিউডের অনেক তারকারাই। টুইটারে তরজা ক্রমাগত বেড়েই চলেছে। থামার কোন নাম নেই। স্টারকিডদের সুবিধা নিয়ে মুখ খোলাতেই চটেছে বলিউড। এবার তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়ালেন বিহারিবাবু। সম্প্রতি এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন  জানিয়েছেন, 'বেশিরভাগ মানুষই কঙ্গনাকে আক্রমণ করছে। এর কারণ একটাই তারা সকলেই কঙ্গনাকে হিংসা করছে।'

আরও পড়ুন-বন্ধ 'জলসা'র দরজা, ঈশ্বরের কাছে করুণ আর্তি করোনা আক্রান্ত বিগ বি'র...

শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী  সিনহার নামও উঠে এসেছিল কঙ্গনার অভিযোগে। কিন্তু কোনও কিছুরই তোয়াক্কা না করে তিনি কঙ্গনাকে সাপোর্ট দিয়েছেন। স্পষ্ট ভাষায় নাম না নিয়ে করণ জোহরকে নিয়ে তিনি জানিয়েছেন,  'আমাদের আমলে কোনও কফি উইথ অর্জুন ছিল না। এই ধরনের প্ল্যানড শো থেকেই বিতর্ক বাড়ে। সেখানে যাদের নিয়ে আলোচনা করা হয় তারা সকলেই সমাজেরই সদস্য, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় যে যখন-তখন একে তাকে বয়কট করার ডাক উঠবে, এবং ফতোয়া জারি করা হবে।' কফি উইথ করণ কেই তিনি কফি উইথ অর্জুন বলে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। সুশান্তের মৃত্যুর পর স্বজনপোষণ বিতর্কে স্টারকিডদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন আলিয়া ভট্ট, সোনম কপূর এবং সোনাক্ষি সিংহ। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত কটাক্ষের মুখে পড়েছেন এই স্টারকিডরা। তারপর সহ্য করতে না পেরে ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন অফ করেছেন আলিয়া। সোনাক্ষিও ছেড়েছেন টুইটার। তবে থেমে না থেকে নেটাগরিকদের উপর ক্ষোভও উগরে দিয়েছেন সোনাক্ষী। তবে এবার বাবা শত্রুঘ্ন করণ জোহরকে কটাক্ষ করায় অবাক হয়েছেন নেটিজেনরা। 

Share this article
click me!

Latest Videos

'আয় জিহাদির বাচ্চারা, রাজাকারের নাতিরা, তোদের বাণ্ডিল করব' | Suvendu Adhikari | #shorts | #bjp
ভারতে ঢুকে পড়ল চীনের নতুন ভাইরাস HMPV ! বেঙ্গালুরুতে প্রথম পজেটিভ রোগী, দেখুন | HMPV India |
'এই ভাইরাস ভারতে নতুন নয়', HMPV নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা
ফের অশান্তি সন্দেশখালিতে! তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল, সক্রিয় শিবু হাজরার অনুগামীরা | Sandeshkhali
'হিন্দু হটাও! আয় জিহাদির বাচ্চা কোথায় আছিস, বাণ্ডিল করে পাঠাব' চরম বার্তা Suvendu Adhikari-র