রোমান হরফে হাতে বিয়ের তারিখ খোদাই শিবানির, ইন্সটাগ্রামে ছবি পোস্ট নববধূর

ভক্তদের মন ভাল করতে সোশ্যাল সাইটে একের পর এক ছবি পোস্ট করছেন নব দম্পত্তি। সেই ছবির তালিকায় নয়া সংযোজন ফারহান ঘরণীর হাতের ট্যাটু।  মিসেস আখতার সদ্যই তাঁর সোশ্যাল সাইট ইন্সটাগ্রামে হাতে আঁকা ট্যাটুর ছবি প্রকাশ্যে এনেছেন। ফারহান-শিবানীর বিয়ের পর একটি ফটোশ্যুটে গ্ল্যামারাস নববধূ একেবারে ওয়েস্টার্ন লুকে ধরা দিয়েছেন সেখানেই নিজের ট্যাটুকে শো-অফ করেছেন। রোমান হরফে নিজেদের বিয়ের তারিখ লিখেছেন শিবানী। 
 

পেজ থ্রি-র খবর জুড়ে এখন শুধুই নবদম্পত্তির (Farhan Akhtar And Shibani Dandekar) নিত্য-নতুন খবর। এই মুহুর্তে বি-টাউনের (Bollywood) নবদম্পত্তি বলতে ফারহান আখতার ও শিবানি দান্ডেকার ছাড়া আর কেও নেই। তাঁদের বিয়ের প্রতি মুহুর্তের খবর জানতে যেমন উদগ্রীব ছিল অনুরাগীরা তেমনই আবার বিয়ের পরে তাঁদের হালচাল কেমন রয়েছে সেই দিকেও বিশেষ নজর রয়েছে সিনেমাপ্রেমীদের। আর ভক্তদের মন ভাল করতে সোশ্যাল সাইটে একের পর এক ছবি পোস্ট করছেন নব দম্পত্তি (Newly Married Couple)। কখনও দেখা যাচ্ছে মেহেন্দির অনুষ্ঠানে গপগপ করে ফুচকা খাচ্ছে ন্যয়ি নভেলি দুলহন (Shibani Dandekar)আবার বিয়ের পর কোন সেলেব বন্ধুর বাড়িতে লাঞ্চ ডেট বা ডিনার ডেটের আমন্ত্রনে যাচ্ছেন, সেই সব খুঁটিনাটি খবর দিচ্ছেন মিস্টার অ্যান্ড মিসেস আখতার। এবার সেই খবরের তালিকায় নয়া সংযোজন ফারহান (Farhan Akhtar) ঘরণীর হাতের ট্যাটু (Tattoo)। মিসেস আখতার সদ্যই তাঁর সোশ্যাল সাইট ইন্সটাগ্রামে (Instagram) হাতে আঁকা ট্যাটুর (Tattoo) ছবি প্রকাশ্যে এনেছেন। 

এই ট্যাটু কিন্তু যে সে ট্যাটু নয়। শিবানীর হাতে আঁকা ট্যাটুর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। শুধু তাই নয়, এই ট্যাটুর মাধ্যমে একটি বিশেষ দিনের ঘোষণাও করেছেন তিনি। ১৯ ফেব্রুয়ারি ফারহান শিবানির বিয়ের (Farhan And Shibani Wedding) দিন হাতে আঁকা ট্যাটু দিয়েই ফারহানের প্রতি আরও একবার প্রেম নিবেদন করেন শিবানী। গত বছর অর্থাৎ ২০২১ সালে প্রেমিক ফারহানের নাম নিজের ঘাড় খোদাই করেছিলেন শিবানী। আর সেটাই ছিল ফারহানের জন্মদিনে শিবানীর দেওয়া সেরা উপহার। এই প্রসঙ্গে কিন্তু বলি ডিভা দীপিকা পাডুকোনের (Deepika Padukon) কথা অবশ্যই বলতে হয়। তিনিও কিন্তু বলিউডের ব্যাড বয় রনবীর কাপুরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন রনবীরের নামের প্রথম অক্ষরটি নিজের ঘাড়ে নিয়ে ঘুরেছিলেন। 

Latest Videos

ফারহান-শিবানীর বিয়ের পর একটি ফটোশ্যুটে গ্ল্যামারাস নববধূ একেবারে ওয়েস্টার্ন লুকে ধরা দিয়েছেনয সেখানেই নিজের ট্যাটুকে শো-অফ করেছেন আখতারের পরিবারের নতুন সদস্য। সেখানে দেখা যাচ্ছে রোমান হরফে নিজেদের বিয়ের তারিখ লিখেছেন শিবানী। তাঁদের জীবনের বিগ ডে ১৯ ফেব্রুয়ারি ২০২২ সালটাকেই ট্যাটুতে লিখেছেন নায়িকা। নির্দিষ্ট দিনেই মহা সমারোহে খান্ডালার ফার্ম হাউসে সম্পন্ন হয়েছে ফারহান-শিবানীর বিবাহ অনুষ্ঠান। বিয়ের পরেই কিন্তু নিজের পদবীও বদলে ফেলেছেন শিবানী। ফারহানের স্ত্রী তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের নামের সঙ্গে আখতার পদবী যুক্ত করে লিখেছেন শিবানী দান্ডেকার আখতার। নবদম্পত্তির বিয়ের ছবি যেমন সুপার হিট সোশ্যাল মিডিয়ায়, তেমনই তাঁদের প্রি-ওয়েডিং শ্যুটের ছবিও মন ছুঁয়েছে ভক্তদের। বিয়ের পর ইতিমধ্যেই কজে ফিরেছেন শিবানী। অন্যদিকে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ফারহান। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আগামী ছবি জি লে জারা-তে দেখা যাবে পর্দার মিলখা সিং থুরি ফারহান আখতারকে।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন