
প্রতি বছরই শিল্পা শেট্টির বাড়িতে করবা চৌথের বিশেষ আয়োজন করা হয়। যেখানে আত্মিয় পরিচন থেকে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশি অনেকেই সামিল হয়ে থাকেন। এবারে সেই ঢালাও আয়োজনের ছবিটা ধরা না পড়লেও অল্পের ওপরও আয়োজন হল ভালোই। কাছের কয়েকজনকে নিয়েই শিল্পা ২০২০ করবা চৌথে উঠলেন মেতে। সকলেই টেবিলে বসে প্রতিবারের মতই ব্রতে দিলেন মন।
সেই ভিডিও শেয়ার করলেন তিনি নেট দুনিয়ায়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ল। বলিউডে করবা চৌথ সেলিব্রেশনের আয়োজনের তালিকাতে শিল্পার নাম থাকে সবার ওপর। চলতি বছরেও তাই আয়োজনে কোনও ফাঁক রাখতে নারাজ ছিলেন তিনি। সকলের সঙ্গে এই দিন ব্রত পালন করে চাঁদের মুখ দেখলেন শিল্পা। শেয়ার করলেন সেই ছবি। প্রতিবারের মত এবারও তাঁর লুক ছিল চোখে পড়ার মত। স্টানিং লুকে ভাইরাল অভিনেত্রী আবারও লাল শাড়িতে নজর কাড়েন সকলের।
ব্রত পালনের পর নিয়ম মেনেই স্বামীর হাতে উপস ভাঙলেন তিনি। চাঁদের মুখ দেখে স্বামীর মুখ দেখলেন শিল্পা, সবই হল ফ্রেমবন্দি, বাড়ির ছাদে গিয়ে ব্রত পালন রীতি শেষ করে উৎসবে মাতলেন পরিজনদের নিয়ে। শুভেচ্ছা জানালেন সকলকে। মুহূর্তে শিল্পার এই সেলিব্রেশন ভিডিও ভাইরাল হল নেট পাড়ায়।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।