ডিজিটাল স্টার কিয়ারা খান্নার ঠোঁটে এবার গাঙ্গু সংলাপ, মুহূর্তে ভাইরাল খুদে সেলেব

Published : Feb 09, 2022, 02:41 PM IST
ডিজিটাল স্টার কিয়ারা খান্নার ঠোঁটে এবার গাঙ্গু সংলাপ, মুহূর্তে ভাইরাল খুদে সেলেব

সংক্ষিপ্ত

ছোট্ট স্টার কিয়ারা খান্না, বিটাউনের খুব কাছের, বয়স মাত্র পাঁচ, এবার সেই কাঁপালো গাঙ্গু লুকে। 

কিয়ারা খান্না (kiara Khanna), শেরশাহ থেকে শুরু করে বাজিরাও মাস্তানি, তার অভিনয়ের দাপট (Acting Style)  থেকে বাদ পড়ে না কিছু। মা শিবানী খান্না (Shivani Khanna) সোশ্যাল মিডিয়ার পাতায় মেয়ের এই রিল ভিডিও (Social Media Reel) শেয়ার করেই বারে বারে উঠে আসেন খবরের শিরোনামে। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে যায় এক একটি ভিডিও। সেলেবদেরও খুব পছন্দের এই খুদে স্টার। সর্বদাই ট্রেন্ডিং সংলাপ বা সিনেমাকে কেন্দ্র করে নানান ভিডিও উপহার দিয়ে থাকে সে। এবার পালা গাঙ্গুবাঈ কাথিওয়াড়ির। আলিয়ার লুকে ভাইরাল কিয়ারা খান্না। সকলের নজর কাড়ল এই ছোট্ট সেলেব। 

চলতি মাসের ২৫ ফ্রেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালির বহুলচর্চিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) । ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকে। ছবির মুখ্য চরিত্র  'গাঙ্গুবাঈ'-এর জন্য নিজেকে যেন অন্যভাবে সাজিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt) । ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন গাঙ্গুবাঈ। গাঙ্গুবাঈয়ের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন  আলিয়াও (Alia Bhatt)। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি। তার চোখে মুখে এক বিদ্রোহী নারীর ছাপ ফুটে উঠেছে। ছবির গল্পে দেখা যাবে কীভাবে একজন মেয়ে ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে। আর সেই গল্পই ফুটে উঠবে বড়পর্দায়। উল্লেখ্য, 'গাঙ্গুবাঈ'কে মুম্বইয়ের মাফিয়া কুইনও বলা হয়। ট্রেলার নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলকে চমকে দিয়েছেন আলিয়া। ঠিক কতটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি তার আভাস মিলেছে ট্রেলারেই।

 

আরও পড়ুন- প্রথম লুকেই বাজিমাত অমিতাভের, বিটে বিটে হিট ঝুন্ড ছবির টিজার

আরও পড়ুন- 'দুটি গানে পারফর্ম করার সৌভাগ্য হয় আমার, যা আমার কাছে সম্পদ', লতা মঙ্গেশকর প্রয়াণে শোকজ্ঞাপন হেলেনের

আরও পড়ুন- কয়েক কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল বাড়ি গাড়ি-সহ কত পরিমাণ সম্পত্তি রেখে গেলেন লতা

মুম্বইয়ের কুখ্যাত রেড লাইট এলাকা। এলাকার ম্যাডামজি নামেই পরিচিত গাঙ্গুবাই। রাজিয়া বাঈয়ের সঙ্গে গাঙ্গুবাঈয়ের দ্বন্দ্ব এবং ক্ষমতার কেন্দ্রে উঠে আসার ঝলক তুলে ধরেছেন গোটা ট্রেলারে।  আলিয়া ভাট ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন  অজয় দেবগণ। ছবিতে লালার চরিত্রে চেনা ঢঙে ধরা দিয়েছেন অজয় দেবগণ। ট্রেলারের মধ্যে টানটান উত্তেজনা জিইয়ে রেখেছেন বনশালি। শুধু তাই নয় ট্রেলার প্রকাশ্যে আসতেই উত্তেজনা বাড়তে শুরু করেছে বনশালির এই পিরিয়ড ড্রামাকে কেন্দ্র করে। এস হুসেন জাইদির লেখা বই মাফিয়া কুইনস অফ মুম্বই অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। ছবিতে মাফিয়া কুইন হিসেবেই দেখা মিলবে আলিয়াকে। এবার সেই চেনা লুকেই তাক লাগানো খুদে কিয়ারা, বর্তমানে গাঙ্গু স্টাইল নেট পাড়ায় ভাইরাল। ঝড়ের গতীতে তা সকলের মনে জায়গা করে নিচ্ছে। সেই তালিকায় এর নাম লেখানো কিয়ারা। 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে