বলিউড অভিনেত্রী হয়ে হিন্দি শব্দে লিপ সিঙ্ক করতে পারেন না জ্যাকলিন, বিস্ফোরক সোনা মহাপাত্র

Published : May 20, 2020, 10:36 PM IST
বলিউড অভিনেত্রী হয়ে হিন্দি শব্দে লিপ সিঙ্ক করতে পারেন না জ্যাকলিন, বিস্ফোরক সোনা মহাপাত্র

সংক্ষিপ্ত

লিপ সিঙ্ক করতে শেখেনি বলিউড অভিনেত্রীরা এমনই মন্তব্য করে শিরোনামে বলিউড সঙ্গীতশিল্পী সোনা মহাপাত্র তাপসী পান্নু, জ্যাকলিন ফারন্যানডিজ মুখই খোলেননি তাঁর গানে ঠোঁট মেলাবার সময় বিস্ফোরক নানা মন্তব্যে ভাইরাল সোনা  

গানে লিপ সিঙ্ক করাকে গুরুত্বই দেয় না আজকালকার অভিনেতা-অভিনেত্রীরা। আগেকার অভিনেতা-অভিনেত্রীদের মত সেই প্রতিভাই নেই তাঁদের মধ্যে। এমনই মন্তব্যে শিরোনামে উঠে এসেছেন বলিউড সঙ্গীতশিল্পী সোনা মহাপাত্র। বেফাঁস মন্তব্য নয়, সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন সোনা মহাপাত্র। বরাবরই তেমনটাই করে এসেছেন। তাঁর গলার কাজর মতই নিজের ব্যক্তিত্বকেই সকলের থেকে আলাদা বলেই মনে করেন সোনা। সম্প্রতি বলিউড অভিনেত্রী তাপসী পান্নু, জ্যাকলিন ফারন্যানডিজ এবং ভূমি পেদনেকরের বিষয় নানা মন্তব্য করেন সোনা।

তিনি জনানা, "ভূমি এবং তাপসী দুজনেই অত্যন্ত ভাল অভিনেত্রী। সান্ড কি আঁখ ছবিতে আমার গাওয়া বেবি গোল্ড গানটিতে ওঁদের লিপ সিঙ্ক রয়েছে। কিন্তু আমার বিষয় দেখে অবাক লাগল। গানটা শ্যুট করার সময় কি একবারের জন্য গানটা শুনে দেখেনি। লিরিকস গুলো পরেনি। তাহলে এমন খারাপ ভাবে লিপ সিঙ্ক করল কেন। সেটে এলাম, শ্যুট করলাম, মুখ নাড়ালাম তাতেই তো হয়ে যায় না। ভুল ত্রুটিগুলো দর্শকের চোখে পড়ে। তারাই বুঝতে পারে আদৌ অভিনেতা-অভিনেত্রীরা লিপ সিঙ্ক করছে কি না।" এছাড়াও তিনি জ্যাকলিনকে নিয়েও মন্তব্য করেছেন।

জ্যাকলিনের বিষয় তিনি বলেম, "জ্যাকলিনের জন্য আমি একটি কাওয়ালি ধরণের গান গেয়েছিলাম। 'সাইয়া', 'বাজার' এই ধরণের শব্দ গুলো উচ্চারণ করার সময় মুখটা খুলতে হয়। সেটা না করলেই শব্দটা আসে না। লিপ সিঙ্ক সেরমই একটা বিষয়। প্রতিটি শব্দ যেভাবে আমরা বলি সেভাবেই লিপ সিঙ্ক করা উচিত। জ্যাকলিন এই দুটো লিপ সিঙ্ক করতে গিয়ে মুখই খুলল না। সাইয়া বলার সময় মুখটা বন্ধ করে দিল। এভাবে লিপ সিঙ্ক হয় না। লিপ সিঙ্কের জন্য একটা ন্যূনতম পরিশ্রমের প্রয়োজন পড়ে।"

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?