বিকিনিতে বিন্দুমাত্র আত্মবিশ্বাসী নয়, ড্রেসিং সেন্সেই মোহময়ী হয়ে ওঠেন, কেন এমন বললেন সোনম

Published : Feb 26, 2022, 03:00 PM IST
বিকিনিতে বিন্দুমাত্র আত্মবিশ্বাসী নয়, ড্রেসিং সেন্সেই মোহময়ী হয়ে ওঠেন, কেন এমন বললেন সোনম

সংক্ষিপ্ত

বিকিনি-তে বিন্দুমাত্র নিজের আত্মবিশ্বাসের প্রতি বিশ্বাস রাখতে পারেন না সোনম কাপুর। এক সাক্ষাতকারে যখন সোনমের শরীর নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন নায়িকা অকপটে বলেছিলেন, তিনি মনে করেন বিকিনি পড়ার জন্য যে ধরনের শারীরিক গঠন হওয়া প্রয়োজন সেটা তাঁর নেই। নিজেই স্বীকার করেছিলেন, তাঁর অভিনব ফ্যাশন সেন্স রয়েছে। আর সেই জন্যই নাকি তাঁর সুন্দর একটা লুক অ্যান্ড ফিল তৈরি হয় দর্শকের সামনে বা ভক্তমহলে।

তাঁর অভিনব স্টাইল স্টেটমেন্টের জন্যই তিনি ফ্যাশন ক্যুইন (sonam kapoor) হিসাবে পরিচিত। একজন দক্ষ অভিনেত্রী হিসাবে যেমন দর্শক দরবারে তাঁর সুনাম রয়েছে তেমনই একজন স্টাইল আইকন হিসাবেও তাঁর জুড়ি মেলা ভার। তিনি আর কেও নন, অনিল কন্যা সোনম কাপুর। বলিডিভা সোনমের ফ্যাশন স্টেটমেন্ট কিন্তু সত্যিই আলাদা। রম্প শো হোক বা কোনও বিশেষ অনুষ্ঠানে সোনমের (sonam Kapoor) ড্রেসিং সেন্সটাই যেন তাঁকে সকলের থেকে আলাদা করে দেয়। অনেকে আবার সেই জন্যই সোনম কাপুরের গায়ে রয়েছে ওপেন মাইন্ডেড অভিনেত্রীর তকমাও। কিন্তু আপনি কী জানেন সোনমের মত একজন ভার্সেটাইল অভিনেত্রী (Bollywood actress) নিজস্ব স্টাইলে বাজিমাত করলেও বিকিনিতে (Bikini) কিন্তু মোটেই স্বস্তিবোধ করেন না এই বলি সুন্দরী। 

শুনতে একটু অবাক লাগলেও এটাই কিন্তু ঘোর বাস্তব। রুপোলি দুনিয়ার তারকা আর বিকিনি-তে না, এটা যেন ভাবাটাই দায়। কিন্তু সোনম কাপুর নিজেই জানিয়েছেন বিকিনিতে একেবারেই স্বস্তি পান না তিনি (Sonam Not Comfortable In bikini)। আর ঠিক সেই কারনেই বলিউডের গ্ল্যাম ডিভারা বিকিনি ফটোশ্যুট বা দর্শক দরবারে বিকিনিতে হাজির হলেও সোনম কাপুরের সেই আত্মবিশ্বাসটাই যেন নেই। একটু খেয়াল করলে দেখা যাবে, সাওয়ারিয়া নায়িকা কিন্তু হট অ্যান্ড বোল্ড লুকে ধরা দিলেও, বিকিনি পরিহিতা সোনমকে কিন্তু সেভাবে কখনই দেখা যায় নি। এবার একটু জেনে নেওয়া যাক সোনমের এই বিকিনিতে আপত্তিটা ঠিক কোথায় আর কেনই বা বিকিনিতে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায়। 

দীপিকা পাডুকোন থেকে জ্যাকলিন ফার্নানডেজের মত বলি তারকারা যখন ক্যামেরার সামনে বিকিনি ফটোশ্যুটে আগুন ঝড়ায় বা দর্শক দরবারে বিকিনি পড়ে শরীরী আবেদনে ঝড় তোলে পুরুষ হৃদয়ে তখন অন্যদিকে বিকিনি-তে বিন্দুমাত্র নিজের আত্মবিশ্বাসের প্রতি বিশ্বাস রাখতে পারেন না সোনম কাপুর। এক সাক্ষাতকারে যখন সোনমের শরীর নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন নায়িকা অকপটে বলেছিলেন, তিনি মনে করেন বিকিনি পড়ার জন্য যে ধরনের শারীরিক গঠন হওয়া প্রয়োজন সেটা তাঁর নেই। নিজেই স্বীকার করেছিলেন, তাঁর অভিনব ফ্যাশন সেন্স রয়েছে। আর সেই জন্যই নাকি তাঁর সুন্দর একটা লুক অ্যান্ড ফিল তৈরি হয় দর্শকের সামনে বা ভক্তমহলে। এমন পোষাক তিনি পড়েন যেটায় তাকে একেবারে স্লিম অ্যান্ড ট্রিম লাগে। সেই সঙ্গে নিজের ওয়ার্ক আউটের কথাও বলেন সোনম। ড্রেসিং সেন্সের মধ্যে রং-টা অর্থাৎ কোন রঙের পোষাক তাঁর জন্য মানানসই সেই বিষয় বিশেষ খেয়াল রাখেন তিনি।  

সেই সাক্ষাৎকারে সোনমকে তাঁর অস্বস্তি বা ইনসিকিওরিটির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সাফ বলেন, কোনও দিন অনস্ক্রিন বিকিনি পড়বেন না। কারন কিন্তু সেই একটাই,তাঁর নাকি অন্যান্য অভিনেত্রীদের মত পারফেক্ট বিকিনি বডি নেই। একজন ফেমাস অভিনেত্রী হয়ে তিনি কোনও কিছুকে তোয়াক্কা না করেই বলেন, আসলে তিনি নাকি খুবই মোটা, শুধুমাত্র ঠাকঠাক ড্রেসিং সেন্সের জন্যই সকলের সামনে নিজেকে রোগা বলে মেলে ধরতে সক্ষম হন তিনি। 

অনিল কন্যা সোনম কাপুর যে রুপোলি দুনিয়ায় আত্মপ্রকাশ করার আগে নিজের ওজন ঝড়িয়েছিলেন তা কারোরই অজানা নয়। আর সেই দিকটাকে ইঙ্গিত করেই সোনম বলেন, তিনি একজন পেশাদার অভিনেত্রী। তাই দর্শক মহলে নিজের জনপ্রিয়তা যাতে বিন্দুমাত্র ফিকে না হয় সেই জন্যই শরীরের পারফেক্ট গঠন রাখাটা খুবই জরুরি। তাই নিজের পেশাকে ভালোবাসার তাগিদে ও দর্শকের মনোরঞ্জনের উদ্দেশ্যে এমন পোষাক পরেন যাতে একজন পারফেক্ট নায়িকার লুক দর্শক তাঁর মধ্যে খুঁজে পান। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত