Shabaash Mithu Dubbing: সাবাশ মিঠুর ডাবিং-এ সৃজিত তাপসী, কবে মুক্তি ছবির, অপেক্ষায় ভক্তমহল

সম্প্রতি ক্রিকেটরদের বায়োগ্রাফিই যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সদ্য মুক্তি পয়েছে কপিল দেবের বায়োপিক, অন্যদিকে অনুষ্কা শর্মা ঝুলন গোস্বামীর ভুমিকায় আসতে চলেছেন। সেই তালিকাতেই রয়েছে সাবাশ মিঠু।

বহু আগেই প্রকাশ্যে এসেছিল বহু প্রতীক্ষিত ছবি  'সাবাশ মিঠু'র (Shabaash Mithu) প্রথম লুক। সেখানেই মিতালি রাজের ভূমিকায় সকলের নজর এসেছিলেন তাপসী পান্নু (Taapsee Pannu)। একের পর এক ছবি  করে ইতিমধ্যেই  বলিউডের প্রথম সারির অভিনেত্রীর তালিকায় রয়েছেন তাপসী পান্নু (Bollywood Actress Taapsee pannu) । ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজের (Mitali Raj) জীবনী নিয়ে আসতে চলেছে এবার সাবাশ মিঠু।  মুখ্য চরিত্রে দেখা যাবে তাপসীকে। এই ছবির পরিচালনাতে রয়েছে সৃজিত মুখোপাধ্যায় (Director Srijit Mukherjee)। বর্তমানে বলিউডের একাধিক প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সম্প্রতি ক্রিকেটরদের বায়োগ্রাফিই যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সদ্য মুক্তি পয়েছে কপিল দেবের বায়োপিক, অন্যদিকে অনুষ্কা শর্মা ঝুলন গোস্বামীর ভুমিকায় আসতে চলেছেন। 

 

Latest Videos

 

এরই মাঝে সাবাশ মিঠুর শ্যুটিং পর্ব সেরে ডাবিং-এ ঝুঁকলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তড়িঘড়ি চলছে ছবির পোস্ট প্রডাকশনের কাজ। ধোনির বায়োপিক সুপারহিট হওয়ার পরই বায়োপিকে মন দিয়েছেন পরিচালকরা। খুব শীঘ্রই  সেই দলে আসতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন মিতালি রাজ। ছবির পোস্টারে তাকে দেখতে হুবহু মিতালির মতো লাগছে। মাথায় হ্যাট, গায়ে জার্সি পরে ব্যাট হাতে নিয়ে পোজ দিয়েছেন তাপসী। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনও ব্যস্ততা বিটাউনে। সেখানেই ডাবিং সেট থেকে তাপসী পান্নুর সঙ্গে সেলফি শেয়ার করে নিলেন পরিচাালক সৃজিত মুখোপাধ্যায়। 

আরও পড়ুন- Priyanka Chopra: একরত্তি মেয়ের জন্যই কি ১৫০ কোটির বাংলো কিনেছেন নিক-প্রিয়ঙ্কা,

আরও পড়ুন- Padma Shree Sonu Nigam : পদ্মশ্রী পেলেন সোনু নিগম, শিল্পকলায় অবদানের জন্য

আরও পড়ুন- REPUBLIC DAY 2022 : অমিতাভ থেকে কঙ্গনা, ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বলি তারকাদের

নিজের বায়োপিক নিয়েও বেশ উচ্ছ্বসিত মিতালি। নিজের পেশা নিয়েও আশাবাদী মিতালি। রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় তৈরি হওয়ার কথা ছিল এই ছবির, পরবর্তীতে সেই কাজের দায়িত্ব আসে সৃজিত মুখোপাধ্যায়ের কাছে। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি। অভিনয় জগতে পা দেওয়ার মাত্র কিছুদিনের মধ্যেই নিজের অভিনয় পরিচালক  দক্ষতা দিয়ে একটা  জায়গাটা পাকিয়ে নিয়েছেন। তবে এবার ক্রিকেটরের ভুমিকায় ঠিক কতটা দর্শক মনে জায়গা করে নেন তাপসী তাই দেখার। ফেব্রুয়ারি মাস পড়তেই একের পর এক ছবি মুক্তির পথে। যার মধ্যে অন্যতম হল ছবি সাবাশ মিঠু। তাপসী পান্নু মানেই ছবির একটা বাড়তি পাওনা। আবার তাপসী মানেই ছবি হিটের ফর্মূলা। তবে এইবারের চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং তাপসীর কাছে। বারে বারে সোশ্যাল মিডিয়ার পাতায় উঠে এসেছে তাপসীর কঠোর পরিশ্রমের ছবি। এখন দেখার ছবি বক্স অফিসে কতটা প্রভাব ফেলে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia