এবার দিল্লির পাশে কিং খান, করোনা কালে সাহায্যের হাত, শাহরুখের প্রশংসায় মুগ্ধ নেটদুনিয়া

Published : Dec 14, 2020, 01:14 PM IST
এবার দিল্লির পাশে কিং খান, করোনা কালে সাহায্যের হাত, শাহরুখের প্রশংসায় মুগ্ধ নেটদুনিয়া

সংক্ষিপ্ত

করোনার প্রভাব পড়তেই অ্যাক্টিভ সেলেব দুনিয়া একের পর এক তারকা বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত এবার দিল্লরি পাশে দাঁড়ালেন শাহরুখ খান সাহায্য চাইতেই পৌঁচ্ছে গেল শাহরুখের টিম 

করোনার কোপ দেশের বুকে পড়তে না পড়তেই ঝাঁপিয়ে পড়েছিলেন সেলেবরা সাহায্যের হাত বাড়াতে। যে যার সাধ্য মত পিপিই কিট থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর কাজ করেছেন। কিন্তু সেই ভয়াল সময় কাটিয়ে ওঠা এখনও সম্ভবপর হয়নি। লকডাউন উঠলেও ধীরে ধীরে স্বাধাবিক হচ্ছে পরিস্থিতি। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এখনও পরিস্থিতি কঠিন। 

আরও পড়ুনঃ বিরাটের অডি গাড়ির এ কী হাল, ডুমরে মুচরে পরে রয়েছে মহারাষ্ট্র পুলিশ স্টেশনে, কেন জানেন

আর এই সময় আবারও পাশে দাঁড়ালেন শাহরুখ খান। মীরফাউন্ডেশন প্রথম থেকেই সাহায্য করে গিয়েছে একের পর এক। কখনও রেশনের ব্যবস্থা করা, কখনও আবার পিপিই কিট মাস্ক বিতরণ। নভেম্বরেই শাহরুখ ছত্রিশগড়ে পাঠিয়েছেন ২০০০ মাস্ক, আর কেরালাতে দিয়েছেন ২০০০০ পিপিই কিট। এবার অনুরোধ এসেছিল দিল্লি থেকে। সেখানে থেকেও মুখ ফেরালেন না শাহরুখ খান। 

 

 

৫০০ রেমডেডাইভার ইনজেকশন পাঠিয়ে দিলেন দিল্লিতে। সোশ্যাল মিডিয়ায় সাহায্য চেয়ে শাহরুখকে মেসেজ করতেই মিলল উত্তর। ধন্যবাদ জানাতেই আবারও টুইট করলেন কিং খান। জানালেন এভাবেই তিনি সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। পাশাপাশি তিনি ধন্যবাদ জানান নিজের টিমকেও, এভাবে মানুষের পাশে বিপদের দিনে দাঁড়াতে পারার ক্ষমতা রাখার জন্য। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শ্যুটিং শেষে মা দুলারির সঙ্গে মুহূর্ত কাটালেন অনুপম খের, ভাইরাল হল মিষ্টি ভিডিও
'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?