লিজে মিলবে এবার সুশান্ত সিং রাজপুতের অ্যাপার্টমেন্ট, কতটাকা দাম উঠল মাসপিছু

Published : Jun 17, 2021, 03:37 PM IST
লিজে মিলবে এবার সুশান্ত সিং রাজপুতের অ্যাপার্টমেন্ট, কতটাকা দাম উঠল মাসপিছু

সংক্ষিপ্ত

সুশান্তের বান্দ্রার ফ্যাট থাকতে চান  এবার তা মিলছে ভাড়াতে মাসে কত টাকা দিতে হবে  রইল সেই খবরাখবর

একাধিকবার এই ঘর, এই বারান্দায় দেখা গিয়েছেন সকলের প্রিয় তারকা সুশান্ত সিং রাজপুতকে। সেই বাড়ি এখন ফাঁকা। ভেতরে নেই একটি জিনিসও। বান্দ্রার এই ফ্যাটই এবার উঠছে ভাড়ায়। এক সূত্র মারফত সেই খবর ফাঁস। মুম্বইতে সেলেবদের অভাব নেই। একজন কেউ সেই ফ্ল্যাট ছাড়লেই ভক্তরা ঝাঁপিয়ে পড়ে তা কিনতে। সুশান্তের ক্ষেত্রে বিষয়টা অন্যরকমের। তাঁর বাড়ি বিক্রি নয়, এবার উঠল তা ভাড়ার জন্য। 

আরও পড়ুন- সৈমুদ্র সৈকতে নমকিন জাহ্নবী, অন্তর্বাসে হট লুকে ধরা পড়ল সিলিউট পোজে, এ কোন অবতারে শ্রীকন্যা

আরও পড়ুন- 'বলিউডে কোনও হিরোইন আমার সঙ্গে কাজ করতে চাইতেন না', কী কারণ রহস্য ফাঁস করলেন খোদ মিঠুন.

সুশান্তের ফ্ল্যাট কত টাকা ভাড়ায় পাওয়া যাচ্ছে! বিটাউনের এক ব্রোকার এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই ফ্ল্যাট লিজে দেওয়া হবে। মাসে ভাড়া উঠেছে ৪ লাখ টাকা। তবে এখনও মেলেনি কোনও ভাড়াটে। সুশান্তের বাড়ির একাধিক ছবি ভাইরাল নেট পাড়ায়। তাঁর বারান্দা থেকে শুরু করে স্টাডি, এমন কি আজও এই বাড়িতে ১৪ জুন ২০২০ সকালে কি হয়েছিল, তা রহস্য়। দেখতে দেখতে এক বছর পার। 

 

সেই ফ্ল্যাট বন্ধই পরেছিল। তাই এববার পরিবারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি ব্রোকারের কথায়, মহামারীর জন্য এখনও পর্যন্ত সেভাবে কোনও টেরেন্ট আসেনি। সুশান্ত এই ফ্ল্যাটে সাড়ে চার লাখ টাকায় থাকতেন। কিন্তু বর্তমানে এই ফ্ল্যাট মিলবে ৫০ হাজার টাকা কমে। 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত