তৃতীয় বার অনুভব তাপসীর যুগলবন্দী, নয়া চমকের আশায় বুক বাঁধছে দর্শক

পরিচালক -প্রযোজক অনুভব সিনহার সঙ্গে মুল্ক ছবিতে তাপসীর দাপুটে অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে। আর ঠিক সেই জন্যই মুল্ক, থাপ্পরের পর ফের অনুভব সিংহার সঙ্গে তাপসীর জোট নিয়ে সিলভার স্ক্রিনে নতুন চমকের আশায় প্রহর গুনছে আপামোর হিন্দি ছবির দর্শক। পরিচালক সুধীর মিশ্রের মহামারি পরস্থিতির প্রেক্ষাপটে অ্যান্থোপলজি ছবিতে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করছেন  বলি অভিনেত্রী তাপসী পান্নু । 

বলিউডের (Bollywood) প্রথমসারির অভিনেত্রীর তালিকায় এখন তাপসী পান্নুর (Tapsee pannu) নাম কিন্তু কোনওভাবেই এড়িয়ে যাওয়া যায় না। ভিন্নস্বাদের ছবিতে তাপসীর অভিনয় বারবার মন ছুঁয়েছে দর্শকের। এবার মহামারি পরিস্থিতির ব্যাকগ্রাউন্ডে (Background On Pandemic Situation)আসছে তাপসী পান্নু অভিনীত নতুন ছবি। পরিচালক সুধীর মিশ্রের (Sudhir Mishra) হাত ধরে অ্যান্থোপলজি ছবিতে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করছেন  বলি অভিনেত্রী তাপসী পান্নু (Tapsee pannu)। অভিনেত্রী নিজেও তাঁর টুইটারে হ্যান্ডেলে আগামী ছবি নিয়ে নিজের আনন্দ সকলের সঙ্গে শেয়ার করেছেন। তাপসী লিখেছেন, পরিচালক-প্রযোজক অনুভব সিংহার (Anubhav Sinha) সঙ্গে পুনরায় কাজের সুযোগ পেয়ে তিনি খুবই উত্তেজিত। সেই সঙ্গে সুধীর মিশ্রের (Sudhir Mishra) মত পরিচালকের সঙ্গে কাজের সুযোগ। মহামারি পরস্থিতিকে সিনেমার পর্দায় তুলে ধরা খুবই চ্যালেঞ্জিং। তাই এই ছবি নিয়ে খুবই উৎসাহিত অভিনেত্রী তাপসী পান্নু। তবে এই ছবিতে তাপসীর বিপরীতে নায়কের চরিত্রে কে রয়েছেন সেই বিষয় কিছু জানা যায় নি। 

অভিনেত্রী তাপসী পান্নু আর পরিচালক-প্রযোজক অনুভব সিনহা জুটি কিন্তু দর্শকের কাছে একেবারে সুপারহিট। সৌজন্যে থাপ্পর। তাপসী পান্নু অভিনীত থাপ্পর দেখেন নি এই রকম সিনেমাপ্রেমী মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। থাপ্পরের পর অনুভব সিনহা আর তাপসী পান্নুর নতুন জুটির আগামী ছবির খবরে দর্শকদের জন্য নতুন চমক অপেক্ষা করছে সে কথা বলাই বাহুল্য। ফিল্ম সমালোচক থেকে দর্শকমহল সকলের কাছেই থাপ্পর বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। ইতিমধ্যেই নিজের আগামী ছবি ওহ লড়কি হ্যায় কাহা-র শ্যুটিং শেষ করেছেন থাপ্পর নায়িকা তাপসী পান্নু। এই ছবিতে তাপসীর বিপরীতে নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা প্রতীক গান্ধীকে। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আরসাদ সৈয়দ। এই ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে তাপসীকে। অন্যদিকে নতুন বরের চরিত্রে অভিনয় করেছেন প্রতীক যার বৌ-কে তিনি খুঁজে পাচ্ছেন না। এই প্রেক্ষাপটেই এগবে ছবির গল্প। 

Latest Videos

টিনসেল টাউনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, বলি বাদশা শাহরুখ খানের নায়িকা হতে পারেন অভিনেত্রী তাপসী পান্নু। পরিচালক রাজকুমার হিরানির পরিচালনায় বলিউডের নতুন ছবিতে জুটি বাঁধতে পারেন শাহরুখ-তাপসী। যদিও এই বিষয় কোনও আনুষ্ঠিক ঘোষণা করা হয় নি। তবে তাপসী পান্নু প্রসঙ্গে কিন্তু একটা কথা বলাই বাহুল্য যে, বলিউডের মাটিতে একেবারে ছক্কা হাঁকাচ্ছেন নায়িকা। পরিচালক -প্রযোজক অনুভব সিনহার সঙ্গে মুল্ক ছবিতে তাপসীর দাপুটে অভিনয় দাগ কেটেছিল দর্শকের মনে। আর ঠিক সেই জন্যই মুল্ক, থাপ্পরের পর ফের অনুভব সিংহার সঙ্গে তাপসীর জোট নিয়ে সিলভার স্ক্রিনে নতুন চমকের আশায় প্রহর গুনছে আপামোর হিন্দি ছবির দর্শক।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia