দেবীপক্ষে মর্দানি, প্রকাশ্যে রানি মুখোপাধ্যায়ের রণচণ্ডী রূপ

Published : Sep 30, 2019, 08:14 PM ISTUpdated : Oct 01, 2019, 12:42 AM IST
দেবীপক্ষে মর্দানি, প্রকাশ্যে রানি মুখোপাধ্যায়ের রণচণ্ডী রূপ

সংক্ষিপ্ত

প্রকাশ্যে এল রানি মুখোপাধ্যায়ের নয়া লুক দেবীপক্ষতেই মুক্তি পেল মর্দানি-২ এর টিজার ছবি ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে চলতি বছরই মুক্তি পাবে এই ছবি

দেবীপক্ষের শুরুতেই রানি মুখোপাধ্যায়ের রনচণ্ডী রূপ প্রকাশ্যে এল। বেশ কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি মর্দানি ২-র খবর। কয়েকবছর আগে মুক্তি পাওয়া ছবি মর্দানি বক্স অফিসে বেজায় সাড়া ফেলেছিল। এবার সেই ছবিরই সিক্যুয়েল প্রকাশ্যে আসতে চলেছে এই বছর। 

মর্দানি ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখায় যায় রানি মুখোপাধ্যায়কে। এবার সেই চেনা ছকেই ধরা দিলেন অভিনেত্রী। মাঝের বেশ কয়েক বছর বড় পর্দায় দেখা মেলে তাঁর। কিন্তু মর্দানি ২ ছবির পোস্টার মুক্তিতেই আবারও বেজায় খুশি হয়েছিলেন তাঁর ভক্তরা। 

আরও পড়ুনঃ আসছে তুফান, জানালেন ফারহান

এবার দেবীপক্ষ পড়তে না পড়তেই সামনে এল এই ছবির টিজার। সেখানেই দেখা যায় রানি মুখোপাধ্যায়ের রনচণ্ডী রূপ। পুলিশের ভূমিকায় আবারও নজর কাড়তে চলেছেন অভিনেত্রী। ছবির টিজারেও শোনা যায় তাঁর রুদ্ধশ্বাস স্বর, যা দেখে বোঝাই যায় টানটান উত্তেজনায় ভরপুর ছবির পরতে পরতে রয়েছে অভিনেত্রীর নয়া লুক। 

 

 

১৩ই ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। বর্তমানে পুরো দমে চলছে ছবির কাজ। শীতের ছুটিতে বক্স অফিস কাঁপাতে পর্দায় আসছেন রানি মুখোপাধ্যায়। মর্দানি ছবি বক্স অফিসে বিস্তর সাফল্যলাভ করেছিল। ফলে তার সিক্যুয়েলকে নিয়েও বেজায় আশাবাদী দর্শকেরা।  
 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

মুম্বই-এ বোন নুপুরের রিসেপশন পার্টিতে উপস্থিত কৃতি, মুহূর্তে ভাইরাল হল ছবি
কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন