জন্মদিনে প্রকাশ্যে অক্ষয়ের নয়া লুক, পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অক্কি

Published : Sep 09, 2019, 05:16 PM IST
জন্মদিনে প্রকাশ্যে অক্ষয়ের নয়া লুক, পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অক্কি

সংক্ষিপ্ত

অক্কির পরবর্তী ছবির লুক প্রকাশ্যে মুক্তি পেল ছবির টিজার নভেম্বর মাস থেকে শুরু ছবির শ্যুটিং ২০২০ সালের দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি  

সোমবার অক্ষয় কুমারের ৫২ তম জন্মদিন। সেই দিনই অভিনেতার নয়া লুক প্রকাশ্যে এল। চলতি বছর অক্ষয় কুমার অভিনীত দুটি ছবিতেই বক্স অফিস হিট। প্রথম থেকেই অভিনেতা ব্যস্ত ছিলেন কেশরী ছবির কাজ নিয়ে। সেই ছবি মুক্তির পরই হাতে নিয়েছিলেন মিশন মঙ্গল ছবির কাজ। দুই ছবিই ছক্কা হাঁকিয়েছে বক্স অফিসে। এবার পালা তাঁর পরবর্তী ছবির।

আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডার নিয়ে এ কী চ্যালেঞ্জ, বলিউড অভিনেতাকে কটাক্ষ করলেন নেটিজেন 

সোমবার মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত পরবর্তী ছবির টিজার। সেখানেই নয়া লুকে ধরা দিলেন অক্ষয় কুমার। এবার পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। এই ধরনের ঐতিহাসিক চরিত্রে এর আগে সেভাবে দেখা যায়নি অক্ষয় কুমারকে। একের পর এক ছবিতে অভিনয় করে বক্স অফিসে নিজের জায়গা পাকা করে নিয়েছেন অক্ষয় কুমার। 

আরও পড়ুনঃ জন্মদিনে অক্ষয় জাদু, একশো কোটির ক্লাবে অক্কির সেরা দশ

আগামী বছরই মুক্তি পাবে এই ছবি। নভেম্বর থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। এই বিগ প্রজেক্ট পরিচালনা করছেন চন্দ্রপ্রকাশ দিবেদী। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মানসী চিল্লারকে। শেয তিন ছবিতেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা পাকা করে নিয়েছে। এবার বিগ বাজেটের ছবির খবর নিয়ে এলেন অভিনেতা। অক্কির জন্মদিনে এই খবর প্রকাশ্যে আশায় তাঁর ভক্তরা বেজায় খুশি। 

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল