Upcoming movie 2022: সঙ্কটের মাঝেই নতুন ছবির ঘোষণা, ভক্তদের কোন চমক দিলেন টাইগার

সদ্য় নতুন বছরের সেলিব্রেশন সেরে মলদ্বীপ থেকে ফিরলেন তিনি, এবার পালা একের পর এক ছবির কাজ শেষ করার, তারই মাঝে নতুন ছবির ঘোষণা এলো সামনে, আসছে হিরোপান্থি ২ ছবি।

বহু প্রতিক্ষীত ছবি (Awaited Bollywood Movie) একের পর এক পাইপলাইনে অপেক্ষায়, নতুন বছর পড়তেই একে একে মুক্তি (Movie Release)  পথে, ছবির সিক্যুয়েল থকে শুরু করে বিগ বাজেট ব্যানারের জোর লড়াই, তবে কোথাও গিয়ে সেই মুক্তির পথে আবারও বাধ হয়ে দাঁড়ালো করোনা ভাইরাস (COVID 19)। একে একে ছবি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে, শেষ মুক্তি পাওয়া ছবি ৮৩ ঝড় (83 Movie) তোলে সর্বত্র, বিগ রিলিজের তালিকায় ছক্কা হাঁকানোর কথা ছিল, কিন্তু কোথাও গিয়ে যেন এই ছবি ঘিরে সব আশাতেই জল ঢেলে দিল করোনার তৃতীয় ঢেউ (COVID Third Wave)। একের পর এক রাজ্যে লকডাউনের (Lockdown) খবর আসছে সামনে। ৫০ শতাংশ আসন নিয়ে চলছে সিনেমাহলগুলি, আগামী পরিস্থিতি ঠিক কোন পথে এগোচ্ছে সেই দিকে নজর দিয়েই এবার বেজায় অস্বস্তিতে নির্মাতারা। এরই মাঝে ভক্তদের সুখবর দিলেন টাইগার শ্রফ (Tiger Shroff)। 

টাইগারের (Tiger Shroff) হাতেও একের পর এক ছবির কাজ, সদ্য় নতুন বছরের সেলিব্রেশন সেরে মলদ্বীপ (maldives) থেকে ফিরলেন তিনি, এবার পালা একের পর এক ছবির কাজ শেষ করার, তারই মাঝে নতুন ছবির ঘোষণা এলো সামনে, আসছে হিরোপান্থি ২ ছবি। হিরোপান্থি (Heropanthi ) ছবি টাইগারের (Tiger Shroff) কেরিয়ারের শুরুর দিকে ছবি, বর্তমানে এই ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন তিনি, সঙ্গে শেয়ার করলেন একটি ছবিও। খবর পাওয়া মাত্রই বেজায় খুশি ভক্তমহল। যেখানে ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার ভয়, সেখানেই ছবির মুক্তির দিন ঘোষণা করাতে খুশি হল টাইগার ভক্তরা। এপ্রিল মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। 

Latest Videos

 

 

গত দুই বছর ধরে একের পর এক ছবি কেবলই পিছিয়ে চলেছে মুক্তির দিন (Bollywood Movie Release 2022), তার মধ্যে ২০২১-এর পুজোর সময় বেশ কিছুটা ছন্দে ফিরেছিল বিনোদন জগত (Cinema)। তবে বছর শেষের মুখেই ভয়ানক পরিস্থিতির ভয়ে আবারও সিন দুনিয়ায়। বাড়ছে করোনা সংক্রমণ (Covid 19 Positive)। ঝড়ের গতীতে ছড়িয়ে পড়ছে তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে একাধিক রাজ্যে প্রেক্ষাগৃহের অবস্থা বেজায় করুন। ফলে আবারও পিছিয়ে যেতে পারে একাধিক ছবির মুক্তি (Movie Release), সেই তালিকাতেই রয়েছে গাঙ্গুবাই কাতিওয়াদি, পৃথ্বীরাজ, জয়েশভাই জোরদার প্রভৃতি। সেই কোপে হিরোপান্থি ২ আবারও পিছবে কি না তা সময় বলবে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today