
বলিউডে একের পর এক তারকা বর্তমানে কোরনায় আক্রান্ত। পরিস্থিতি যতই স্বাভাবিকের পথে এগোচ্ছে ততই যেন করোনার থাবায় কাবু হচ্ছে সেলেব মহল। দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল শ্যুটিং। অক্টোবর মাস থেকে ধীরে ধীরে ছন্দে ফেরা শুরু হয়। আর তার পর থেকেই যেন করোনায় আক্রান্তর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি নীতু কাপুর, বরুণ ধাওয়ান ও কৃতি স্যাননের করোনায় আক্রান্তের খবর সামনে আসে।
যদিও করোনা নিয়ে স্পষ্ট কোনও পোস্ট মেলেনি বরুণের থেকে। যার ফলে অনেকেই তা নিয়ে নানা মন্তব্য করে চলেছে। সোশ্যাল মিডিয়ায় একজনপ্রশ্নই করে বসেন, আদেও বরুণ ধাওয়ান করোনায় আক্রান্ত তো, না কি তা কেবল সামান্য সর্দি কাশি, এই পোস্ট দেখা মাত্রই বিস্ফোরক বরুণ ধাওয়ান উত্তর করেন- বেশ মজার মানুষ আপনি, ঠাকুর না করুন আপনার পরিবারের কারুর এমন হোক, নয়তো তাদেরও রসিকতার শিকার হতে হবে।
যুগ যুগ জিও ছবির শ্যুট থেকে ফিরেই করোনায় আক্রান্ত হন বরুণ ধাওয়ান। নীতু কাপুর ও পরিচালকেরও করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। বরুণ ধাওয়ান লেখেন, তিনি সাবধানেই ছিলেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিছুই বলা যায় না। ইতিমধ্যেই কৃতি স্যাননেরও করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। যদিও এই নিয়ে কোনও মন্তব্যই করেননি কৃতি স্যানন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।