হাসপাতালে ভর্তি অমল পালেকর, হঠাৎ কী হল বর্ষীয়াণ অভিনেতার

লতা মঙ্গেশকরের মৃত্যুর ধাক্কা এখনও সামলাতে  পারেনি গোটা দেশ। সরস্বতী পুজোর রেশের মধ্যেই চলে গেলেন সুরের সরস্বতী। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কোকিল কন্ঠ। সুর-সাম্রাজ্ঞী মৃত্যুর খবরে গোটা দেশে জুড়ে শোকের ছায়া। এর মধ্যেই হাসপাতালে ভর্তি করা হল হিন্দি ও মারাঠি সিনেমার বর্ষীয়াণ অভিনেতা অমল পালেকরকে। বলিউডের কমন ম্যান হিসেবে পরিচিত অমল পালেকর। পুনের দীননাথ হাসপাতালে ভর্তি রয়েছেন অমল পালেকর। হঠাৎ কী হল অভিনেতার, যে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল অভিনেতাকে।

লতা মঙ্গেশকরের মৃত্যুর ধাক্কা এখনও সামলাতে  পারেনি গোটা দেশ। সরস্বতী পুজোর রেশের মধ্যেই চলে গেলেন সুরের সরস্বতী। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কোকিল কন্ঠ। সুর-সাম্রাজ্ঞী মৃত্যুর খবরে গোটা দেশে জুড়ে শোকের ছায়া। এর মধ্যেই হাসপাতালে ভর্তি করা হল হিন্দি ও মারাঠি সিনেমার বর্ষীয়াণ অভিনেতা অমল পালেকরকে (Amol Palekar)। বলিউডের কমন ম্যান হিসেবে পরিচিত অমল পালেকর। পুনের দীননাথ হাসপাতালে (Pune Hospital) ভর্তি রয়েছেন অমল পালেকর। হঠাৎ কী হল অভিনেতার, যে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল অভিনেতাকে।

অমল পালেকরের স্ত্রী সন্ধ্যা গোখলে জানিয়েছেন,  এখন অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে অমল পালেকর। বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। তিনি আরও জানিয়েছেন, অমল পালেকরের স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কিছু নেই। ও অনেকটাই সেড়ে উঠেছে এবং আগের তুলনায় শরীরের অবস্থাও আগের থেকে ভাল (Amol Palekar Health Update)। তবে কী হয়েছে অমল পালেকরের তা জানার জন্য মুখিয়ে  রয়েছেন সকলেই। অমল পালেকরের স্ত্রী জানিয়েছে, এটা অনেক পুরোনো রোগ। ১০ বছর আগেও অতিরিক্ত ধূমপানের জন্য ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন আগের তুলনায় অনেকটাই ভাল আছে।

Latest Videos

 

 

আরও পড়ুন-হুবহু যেন অমৃতা সিং, সারা আলি খানকে 'মায়ের কার্বন কপি' বললেন নেটিজেনরা

আরও পড়ুন-স্তন বার করে প্রকাশ্যেই ব্রেস্ট ফিডিং, 'এটাই আমার পুরো জীবন', পোস্টে জানালেন ইভলিন

আরও পড়ুন-গায়ে নেই সুতোর লেশমাত্র, সঙ্গমের দৃশ্যে নগ্ন হতে পিছপা হন নি এই বলি তারকারা

 

কিছুদিন আগে ৭৭ -বছের পা দিয়েছিলেন অমল পালেকর (Amol Palekar) ।  মুম্বইয়ের মধ্যবিত্ত পরিবারেই বড় হওয়া অমল ছয়ের দশকের শেষ থেকে হিন্দি ও মারাঠি থিয়েটার দিয়ে কেরিয়ার শুরু করেন। একাধারে অভিনেতা-পরিচালক-প্রযোজকের নিজের ছবিতেই প্রথম অভিনয়। ১৯৭১ সালে প্রথম অভিনয় অমলের (Amol Palekar)। দুনীর্তি, রাজনীতি, সমাজ ব্যবস্থা শ্রেণি বিভাজনের বিপক্ষে হিন্দি ছবিতে দাপটে শাসন করছে অ্যাংরি ইয়ং ম্যান। এর মধ্যেই একরাশ টাটকা বাতাস নিয়ে এসেছিল বলিউডের কমন ম্যান। হিন্দি ছবিতে এই কমন ম্যানের আগমন ঘটেছিল বাসু চ্যাটার্জির হাত ধরে। একাধিক ছবি যেমন 'রজনীগন্ধা', 'চিতচোর','ছোটি সি বাত', 'বাতোঁ বাতোঁ মেঁ'-র মতো মনকাড়া ছবিতে জুটি বেধেছিলেন বাসু চ্যাটার্জি ও অমল পালেকর জুটি। অভিনেতা অমল পালেকরের এই ছবিগুলি আজও মুগ্ধ করে সকলকে। গত বছর জি ফাইভের 'হল্লা হো' সিনেমায় অভিনয় করেছিলেন অমল পালেকর। ১৯৮৬ সাল থেকে তিনি অভিনয় ছেড়ে পরিচালনায় মন দেন অমল পালেকর। প্রায় ২৫-টিরও বেশি ছবি পরিচালনা করেছেন অমল পালেকর। সত্যি ঘটনা অবলম্বনে এক দলিত মহিলার কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে সিনেমার মূল গল্প।

Share this article
click me!

Latest Videos

ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today
দেখে নিন Uorfi Javed-এর মাঝ আকাশে ভয়ানক স্টান্ট! #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News