করোনা মোকাবিলাতে সাধ্য মত সাধারণ মানুষের কাছে পৌঁচ্ছে যাচ্ছেন বলিউড তারকারা। কেউ কেন্দ্রিয় ও রাজ্য সরকারের ত্রাণ তহবিলা দান করেছেন বিপুল অঙ্কের টাকা। কেউ আবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পৌঁচ্ছে দিচ্ছেন সাহায্য। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেও অনেক তারকা এগিয়ে এসেছেন দুস্থদে পাশে দাঁড়াতে। এর আগে অর্জুন কাপুর সোশ্যাল মিডিয়ায় ডিনারের সুযোগ করে দিয়েছিলেন। এবার পালা ভিকির। তবে শর্ত একটাই দান করতে হবে ত্রাণ তহবিলে।
আরও পড়ুনঃ কলকাতার কঠিন বাস্তবকে পর্দায় এঁকেছিলেন মৃণাল সেন, সৃষ্টি হয়েছিল কলকাতা ট্রিলজি
সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে এবার বার্তা দিলেন ভিকি কৌশল। ভিকির সঙ্গে দেখা করতে হলে বা অনলাইনে গেম খেলতে হলে দান করতে হবে অর্থ। অর্জুনের পর এবার ভিকি যুক্ত হলেন গিভ ইন্ডিয়া এবং ফ্যান কাইন্ড অফিশিয়াল নামে দুই সংস্থার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেতা জানালেন শুধু মাত্র করোনাই সমস্যা নয়, বহু মানুষ আছেন যাঁরা খাবার পাচ্ছেন না, এটা তাঁদের পাশে দাঁড়ানোর সময়।
সোশ্যাল মিডিয়ায়র মাধ্যমে যাঁরা অর্থ দান করবেন, তাঁদের মধ্যে লাকি ড্র এর মাধ্যমে বেছে নেওয়া হবে তিনজনকে। সেই তিনজন সুযোগ পাবেন ভিডিও কনফারেন্সে ভিকির সঙ্গে দেখা করার সুযোগ, কিংবা খেলতে পারবেন অনলাইন গেম। এদিন ভিকি আরও জানান, যে সংগৃহিত টাকা দিয়ে তেনা হবে চাল, আটা, চা, চিনি, ডাল প্রভৃতি। যা পৌঁচ্ছে যাবে দুস্থ মানুষের কাছে। তিনি অপেক্ষায় থাকবেন রিয়েল হিরোর, যাঁরা এই কঠিন সময় মানুষের পাশে সাহাষ্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস