ভমিকার জন্মদিন বলে কথা, সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই শুভেচ্ছার বন্যা, শুভেচ্ছায় বিশেষ বার্তা অনুষ্কার ভাইয়ের।
দেখতে দেখতে একটা বছর পার, ভমিকা (Vamika) বেশ কিছুটা বড় এখন, মাঝে মধ্যেই তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। যদিও বিষয়টা বিন্দু মাত্র পছন্দের নয় অনুষ্কা শর্মা (Anusha Sharma) বা বিরাট কোহলির (Virat Kohli)। সেই সেলেব কিডের মঙ্গলবার প্রথম জন্মদিন। তাই সোশ্যাল মিডিয়ায় এদিন সকাল থেকেই শুভেচ্ছার ঝড়, শুভেচ্ছা বার্তা দিয়ে বিশেষ পোস্ট করলেন অনুষ্কা শর্মার ভাইও। তিনি লিখলেন, 'এভাবেই তুমি বেড়ে ওঠো কিডো'। বিরুষ্কার কন্যার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। সেলেব কিড বলে কথা, ছোট থেকেই লাইম লাইটে। যদিও এই বিষয়টা মোটেও পছন্দের নয় অনুষ্কার। তিনি বরাবরই সাফ জানিয়ে এসেছেন তাঁকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দেওয়া হোক।
এক সাধারণ সন্তানের বেড়ে ওঠা ঠিক যতটা সহজ, ঠিক তেমনটাই বিরুষ্কা চান ভমিকার ক্ষেত্রে। কিন্তু কোথাও গিয়ে যেন ফাঁক থেকেই যায়। অত্যন্ত সতর্কতার সঙ্গে, মেয়ে ভামিকার (Vamika Kohli) পরিচয় গোপন রেখেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং তাঁর বলি অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। মাঝে মধ্যে ভামিকার পিছন থেকে ছবি দেখা গেলেও, তাঁর মুখ এখনও জনসমক্ষে আনেননি বিরুষ্কা (Virushka)।
বিরাট জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কী, তা ভামিকা নিজে বোঝার আগে তাঁরা তার কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। তবে, অতি সম্প্রতি দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Photo) হয়েছে, যেগুলি ভামিকার সঙ্গে বিরাট কোহলির ছবি বলে দাবি করা হচ্ছে। এই দুটি ছবিতেই কিন্তু শিশুকন্যাটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। যদিও তা নিয়ে মিডিয়ার ওপর বিন্দুমাত্র আস্থা হারাননি অনুষ্কা শর্মা, তিনি সাফ জানান, তিনি কৃতজ্ঞ তাঁর অনুরোধ রাখার জন্য, কয়েকদিন আগেই তবে এরপরই ফাঁস হয়ে যায় নেট দুনিয়ায় ছবি।
আরও পড়ুন- Deepika Padukone On COVID 19: মানসিক স্বাস্থ্য নিয়ে একাধিকবার সরব দীপিকা
বিষয়টা অনুষ্কার নজরে আসতে খুব বেশিক্ষণ সময় লাগেনি। কিন্তু পরবর্তীতেই খুব যত্নের সঙ্গে সমস্ত বিষয়টি সামনে নিয়েছিলেন অনুষ্কা শর্মা। সোশ্যাস মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন তিনি, সেখানেই লেখেন তাঁর সন্তানকে নিয়ে একাধিক মন্তব্য। প্রথমেই তিনি ধন্যবাদ জানিয়েছিলেন প্রথম সারির সংবাদ মাধ্যমকে, তারপরই তিনি জানালেন, তাঁদের অনুরোধ রেখে ভমিকার ছবি শেয়ার না করাতে তাঁরা কৃতজ্ঞ, একইভাবে পাপরাজিৎ-দের কথাও লেখেন তিনি। তবে প্রথম জন্মদিনে উপহারে ভমিকার ছবি থাকবে কি না তা এখনই স্পষ্ট নয়।