আসতে চলেছে দ্য দিল্লি ফাইলস, সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর

Published : Apr 16, 2022, 03:19 PM ISTUpdated : Apr 16, 2022, 03:21 PM IST
আসতে চলেছে দ্য দিল্লি ফাইলস, সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর

সংক্ষিপ্ত

তৈরি করতে চলেছেন দ্য দিল্লি ফাইলস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিচালক বিবেক অগ্নিহোত্রী লেখেন, যাঁরা দ্য কাশ্মীর ফাইলস দেখেছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। কাশ্মিরী হিন্দু পন্ডিতদের জীবনের যে যন্ত্রণার গল্প প্রকাশ্যে আসেনি এর আগে, তা সকলের সামনে তুলে ধরা খুবই দরকার ছিল। তিনি আরও লেখেন। বলেন যে, নতুন ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, শীঘ্রই শুরু হবে এই ছবির কাজ। 

ছবির ট্রেলার দেখে কিংবা প্রমোশনের ধরন দেখে কেউই আন্দাজ করতে পারেননি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এতটা সফল হবে। কিন্তু, ছবিটি মুক্তির পর তা চমক পেয়েছিল সকলে। ছবিতে কাশ্মিরী পন্ডিতদের এক অজানা কাহিনি উঠে এসেছে। আর সেই ছবির সাফল্যের পর ফের দর্শকদের চমক দিতে প্রস্তুতি নিচ্ছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নিজের পরবর্তী ছবির কথা। 

তৈরি করতে চলেছেন দ্য দিল্লি ফাইলস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিচালক বিবেক অগ্নিহোত্রী লেখেন, যাঁরা দ্য কাশ্মীর ফাইলস দেখেছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। কাশ্মিরী হিন্দু পন্ডিতদের জীবনের যে যন্ত্রণার গল্প প্রকাশ্যে আসেনি এর আগে, তা সকলের সামনে তুলে ধরা খুবই দরকার ছিল। তিনি আরও লেখেন। বলেন যে, নতুন ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, শীঘ্রই শুরু হবে এই ছবির কাজ। 

ছবিতে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে যে হিংসাত্মক ঘটনা ঘটে। এই ঘটনা যেমন থাকবে ছবিতে তেমনই ১৯৮৪ সালে দিল্লিতে শিখদের যে হিংসাত্মক ঘটনার মুখোমুখি হতে হয়, তার কাহিনি। সকলের আশা, এই ছবিতেও থাকছে চমক। ছবির নাম থেকেই আন্দাজ, ছবির কেন্দ্রে থাকছে দিল্লির কাহিনি। যদিও সে কথা নিজেই জানিয়েছেন পরিচালক।  

এদিকে, নয়ের দশকে কাশ্মীর থেকে কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা হয়েছিল, সেই নিয়ে তৈরি এই ছবি। ছবিতে পরিবারগুলোর ওপর অত্যাচার খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। বাস্তব এই চিত্র মন কেড়েছিল সকলের। ছবির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শক কুমারের মতো একাধিক তারকারা। অন্যান্য চরিত্রে আছেন ভাষা সুম্বালি, চিন্ময় মণ্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্ণি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।   

ছবি মুক্তির পর থেকেই খবরে আছে দ্য কাশ্মীর ফাইসল। ১৯৯০ সালের কাশ্মীর ইস্যু নিয়ে ছবিটি বানিয়েছেন বিবেক অগ্নিহোত্রা। একাধিক বলিউড তারকার মুখে শোনা গিয়েছে ছবির প্রশংসা। আমির খান, সলমন খান সকলেই প্রশংসা করেছেন ছবিটি। এই ছবির সাফল্যের পর আশায় বুক বেঁধেছেন দর্শকেরা। পরিচালকের নতুন ছবির কথা ঘোষণা হওয়ার পর আবারও এমন এক শিহোরণ জাগানো কাহিনি দেখার ইচ্ছা রাখছেন তারা। তবে, কবে শুরু হবে ছবির শ্যুটিং, কিংবা কে কে থাকছেন ছবিতে তা এখনই সেভাবে জানা যায়নি।     

আরও পড়ুন- মাত্র ১১ বছরে বয়সে কসমেটিক সার্জারি করান, জেনে নিন কেমন ছিল আলেসান্দ্রা অ্যামব্রোসিওর কেরিয়ার

আরও পড়ুন- মুন্না ভাই ৩ তৈরির ইঙ্গিত দিলেন সঞ্জয় দত্ত, দর্শকদের হাসাতে আসবেন মুন্না-সার্কিট জুটি

আরও পড়ুন- রাজকুমার হিরানির সেটে হাজির হলেন বাদশা, শুরু করতে চলেছেন নতুন প্রোজেক্ট


 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?