বড় পর্দায় কাশ্মীরি পণ্ডিতদের দুঃখ-দুর্দশার গল্প, ১১ মার্চ মুক্তি পাচ্ছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস

এর আগে 'দ্য তাশকান্দ ফাইলস' বানিয়ে সিনে পাড়ায় সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। তবে তা নিয়ে যথেষ্ট বিতর্কও হয়। অনেকেই অভিযোগ করেন পদ্ম শিবিরের ভাবমূর্তি নতুন করে স্বচ্ছ করতেই প্রোপাগান্ডা চালাচ্ছেন এই পরিচালক। 

কোভিডের কারণে পিছিয়ে ছিল মুক্তি। অবশেষে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত চলচ্চিত্র 'দ্য কাশ্মীর ফাইলসের' নতুন মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতারা।  তারপর থেকেই তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে সিনে পাড়ায়। এদিকে এর আগে 'দ্য তাশকান্দ ফাইলস' বানিয়ে সিনে পাড়ায় সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। তবে তা নিয়ে যথেষ্ট বিতর্কও হয়। অনেকেই অভিযোগ করেন পদ্ম শিবিরের ভাবমূর্তি নতুন করে স্বচ্ছ করতেই প্রোপাগান্ডা চালাচ্ছেন এই পরিচালক। এমনকী তার সিনেমায় তথ্য বিবৃতিরও অভিযোগ সামনে আসে। তবে তারপরেও বক্স অফিসে ভালোই ব্যবসা করে সিনেমাটি। 


এমতাবস্থায় এবার চলচ্চিত্র 'দ্য কাশ্মীর ফাইলসের' মুক্তির নতুন তারিখ ঘোষণা হতেই পড়ে গিয়েছে শোরগোল। নির্মাতারা টুইটারে পোস্ট করে লিখেছেন, "কাশ্মীর হত্যাকাণ্ডের গল্প বড় পর্দায় আনা হচ্ছে। #TheKashmirFiles ১১ মার্চ, ২০২২-এ মুক্তি পাবে #RightToJustice"। এই টুইটের পর থেকেই তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।  কাশ্মীরি পণ্ডিতদের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে সিনেমাটি। এই ছবিতেই নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতা অনুপম খেরকে। ইনস্টাগ্রামে ছবির পোস্টারটি শেয়ার করে ভক্তদের জন্য নতুন মুক্তির তারিখ জানাতে দেখা গিয়েছে অনুপম খেরকেও। সেখানে তিনি লিখেছেন, "ঘোষণা: #TheKashmirFiles ১১ ই মার্চ সিনেমা হলে মুক্তি পাচ্ছে। #KashmiriPanditgenocide এর গল্প নিয়ে এসেছে, অনুগ্রহ করে আমাদের সমর্থন করুন এবং আশীর্বাদ করুন #KashmiriPanditTojis।"

Latest Videos

আরও পড়ুন- ১০-১৫ দিনে নেতা জন্মায় না, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সিধুর নাম বাদ যেতেই দলের অবস্থান স্পষ্ট করলেন রাহুল
আরও পড়ুন- চান্নিতেই ভরসা রাহুলের, সিধুর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে শুরু জোর জল্পনা


ছবিটির পরিচালনা বিবেক অগ্নিহোত্রী করলেও জি স্টুডিও, আইঅ্যামবুদ্ধ এবং অভিষেক আগরওয়াল আর্টস ব্যানারের অধীনে তেজ নারায়ণ আগরওয়াল, অভিষেক আগরওয়াল, পল্লবী জোশী এবং বিবেক অগ্নিহোত্রী প্রযোজনা করেছেন। এতে ব্রহ্মা দত্তের চরিত্রে মিঠুন চক্রবর্তী, পুষ্করনাথের চরিত্রে অনুপম খের, কৃষ্ণা পণ্ডিতের চরিত্রে দর্শন কুমার, রাধিকা মেননের চরিত্রে পল্লবী যোশি, শ্রদ্ধা পণ্ডিতের চরিত্রে ভাষা সুম্বলি অভিনয় করছেন বলে জানা যাচ্ছে।  পাশাপাশি প্রকাশ বেলাওয়াদির চরিত্রে ড. মহেশ কুমার, লক্ষ্মী দত্তের চরিত্রে মৃণাল কুলকার্নি, শারদা পণ্ডিতের চরিত্রে ভাষা সুম্বলি, বিষ্ণু রাম চরিত্রে অতুল শ্রীবাস্তব এবং শিব পণ্ডিতের চরিত্রে পৃথ্বীরাজ সারনাইক অভিনয় করছেন। এমতাবস্থায় মুক্তির পর দর্শক মনে এই ছবি কতটা জায়গা করে নেয় এবার এটাই দেখার। 

আরও পড়ুন- মুম্বইয়ের বড় অংশের ডিভোর্স হয় যানজটের কারনেই, দেবেন্দ্র ফড়নবিশে স্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য
আরও পড়ুন- বাড়ছে ভোটের উত্তাপ, পঞ্জাবে মোদী নামে নতুন গানে সাড়া ফেলল বিজেপি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam