মাইনে শুনলে চোখ কপালে উঠবে, আমিতাভের দেহরক্ষীর বার্ষিক আয় ফাঁস হতেই দ্রুত বদলি মুম্বই পুলিশ

Published : Aug 29, 2021, 09:14 AM IST
মাইনে শুনলে চোখ কপালে উঠবে, আমিতাভের দেহরক্ষীর বার্ষিক আয় ফাঁস  হতেই দ্রুত বদলি  মুম্বই পুলিশ

সংক্ষিপ্ত

বলিউডের বিগ বি-র যে বেশ কিছু নিজস্ব দেহরক্ষী রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি তাঁর বাড়ির নিরাপত্তা ব্যবস্থাও বেশ আঁটসাঁট। তবে এবারে আমিতাভ বচ্ছনের দেহরক্ষীকে বদলি করা হল। 

আমিতাভ বচ্ছন বলে কথা। তাঁর নিরাপত্তা ব্যবস্থায় কী কোনও কমতি থাকতে পাড়ে! বলিউডের বিগ বি-র যে বেশ কিছু নিজস্ব দেহরক্ষী রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি তাঁর বাড়ির নিরাপত্তা ব্যবস্থাও বেশ আঁটসাঁট। তবে এবারে আমিতাভ বচ্ছনের দেহরক্ষীকে বদলি করা হল। মুম্বই পুলিশের কনস্টেবেল জিতেন্দ্র শিন্ডেকে দ্রুত বদলি করল মুম্বই পুলিশ। 

সূত্রের খবর অনুযায়ী, বিগ বি-র দেহরক্ষী জিতেন্দ্র শিন্ডের বার্ষিক আয় নাকি প্রায় ১.৫ কোটি টাকা। এই খবর সামনে আসতেই মুম্বই পুলিশের ওই কনস্টেবেলকে বদলি করা হল। বেশ কয়েক বছর ধরে অভিনেতার দেহরক্ষী হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন শিন্ডে। সম্প্রতি এক রিপোর্টে প্রকাশিত হয় আমিতাভ বচ্ছনের এই দেহরক্ষীর বার্ষিক আয় ১.৫ কোটি টাকা। এই খবর ছড়িয়ে পড়াতে দক্ষিণ মুম্বই-এর একটি থানায় দ্রুত বদলি করা হয় তাঁকে। স্বভাবতই এখন প্রশ্ন উঠছে এই টাকা শিন্ডে বিগ বি-র কাছ থেকে পেয়েছেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। 

ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে করছে মুম্বই পুলিশ। নিয়ম অনুযায়ী মুম্বই পুলিশের কোনও কর্মীকে ৫ বছরের বেশি এক জায়গায় রাখা যাবে। শিন্ডে ২০১৫ সাল থেকে অভিনেতার দেহরক্ষীর কাজ করছেন। খবর অনুযায়ী জিতেন্দ্র শিন্ডে ছিলেন অমিতাভ বচ্ছনের খুবই কাছের। অভিনেতা যেখানেই যেতেন সবসময় তাঁর ছায়া সঙ্গী হিসেবে দেখা যেত জিতেন্দ্রকে। তবে শিন্ডে দাবি করেছেন তাঁর স্ত্রীও একটি নিরাপত্তা সংস্থা চালান। সেই সংস্থাও অনেক বড় বড় সেলিব্রিটিদের নিরাপত্তা প্রদানের কাজ করে। শিন্ডে জানান, তাঁর নামেই এই ব্যবসা চলে। বিগ বি তাঁকে এই টাকা দেননি বলে দাবি করেন মুম্বই পুলিশের এই কনস্টেবেল।

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে