লতা-বাপ্পি জুটি, শেষ সময় দেখা করতে পারলেন কেন আশা ভোঁসলে

চোখের জলে যখন সকলে লতা মঙ্গেশকরকে শেষ বিদায় জানিয়েছিলেন, ঠিক তার এক সপ্তাহ পরই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন বাপ্পি লাহিড়ি। যিনি অধিকাংশ গানই করেছিলেন আশা ভোঁসলে ও কিশোর কুমারের সঙ্গে। কিন্তু শেষ সময় সেই আশা ভোঁসলেরই দেখা হল না বাপ্পি লাহিড়ির সঙ্গে।

টানা এক মাস ধরে লড়াই চালাচ্ছিলেন এক দিকে বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)  অন্যদিকে লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) । দুজনের স্বাস্থ্যের অবস্থা নিয়েই বেজায় চিন্তায় ছিল ভক্তমহল। একজিকে যখন সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় দেশের সুর -সম্রাজ্ঞী, ঠিক তখনই বেশ কিছুটা সুস্থতার পথে ছিলেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি (Disco King Bappi Lahiri)। চোখের জলে যখন সকলে লতা মঙ্গেশকরকে শেষ বিদায় জানিয়েছিলেন, ঠিক তার এক সপ্তাহ পরই সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন বাপ্পি লাহিড়ি। যিনি অধিকাংশ গানই করেছিলেন আশা ভোঁসলে ও কিশোর কুমারের সঙ্গে। কিন্তু শেষ সময় সেই আশা ভোঁসলেরই দেখা হল না বাপ্পি লাহিড়ির সঙ্গে। আক্ষেপ প্রকাশ করে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন আশা ভোঁসলে। 

তিনি জানান এক সাক্ষাৎকারে, তিনি যেতে চেয়েছিলেন, দেখাও করতে চেয়েছিলেন, কিন্তু তাঁর গাড়ির চালক তাঁকে উপদেশ দেয়, এখন দেখা করতে যাওয়া উচিৎ নয়, কারণ বাপ্পি লাহিড়ি অসুস্থ, করোনার সময় তা মানা উচিৎ। আশা ভোঁসলে পাল্টা জানান যে, তাঁর তো করোনা হয়নি, তিনি গেলে কোনও সমস্যা হবে না, কিন্তু চালক উদেশ দিয়েছিলেন, কিছু হলে সকলে আপনাকেই দোষারোপ করবে। আর ঠিক এই কারণেই শেষ সময় দেখা করা হল না  আশা ভোঁসলের। ৬ ফেব্রুয়ারি দিদি লতা মঙ্গেশকরকে হারিয়েছেন আশা ভোঁসলে, তারই দশ দিন কাটতে না কাটতেই স্তব্ধ হল আরও এক কণ্ঠ, আরও এক লেজেন্ডের পথচলা। 

Latest Videos

আরও পড়ুন-ইংল্যান্ডের রানির প্রশংসাও কুড়িয়েছিলেন বাপ্পি লাহিড়ি, কেন তাকে ধন্যবাদ জানিয়েছিলেন জানেন

আরও পড়ুন-লতা মঙ্গেশকরের কোলের বাচ্চাটিকে চিনতে পারছেন, ভাইরাল ছবিতে চোখে জল ভক্তদের

আরও পড়ুন-নিজের বায়োপিকে কাকে পছন্দ ছিল বাপ্পি লাহিড়ির, 'ডিস্কো কিং'- স্বপ্নপূরণ কি আদৌ হবে

কথায় বলে ওল্ড ইস গোল্ড (Bappi Lahiri No More) , আর প্রসঙ্গ যখন বাপ্পি লাহিড়ি, তখন স্বর্ণযুগই বটে। ক্রমেই সময়ের হাত ধরে বদলেছে সমাজ, বদলেছে মানুষের চিরাচরিত চিন্তা-ভাবনা ও বিশ্বাস, সঙ্গে পাল্লা দিয়ে পাল্টেছে শিল্প, জোয়ার এসেছে প্রতিটা ক্ষেত্রে, ঠিক তেমনই এক নতুন যুগ সুচনার নাম হল বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri On Bollywood), গানের দুনিয়ায় যখন একের পর এক কিংবদন্তি তারকারা জাঁকিয়ে বসছে সিনে দুনিয়ায়, ঠিক তখনই ডিস্কো উপহার নিয়ে ভারতীয় হিন্দি ছবির (Hindi Movie) সঙ্গীতে ঝড় তোলেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। দীর্ঘ এক মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন। সোমবারই দেওয়া হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে ছুটি। তবে মঙ্গলবারই শারীরিক অবস্থার অবনতী ঘটে, পরিবারের তরফ থেকে ডাক্তারকে বাড়িতেই ডেকে পাঠানো হয়। ডাক্তারের পরামর্শ তৎক্ষণাত তাঁকে হাসপাতালে ভর্তি করে পরিবার। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা হয়। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু ঘটে বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri Died At 69)। মধ্যরাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury