বৃহস্পতিবার মাদক মামলায় ধৃত ৮ জনের আইনজীবীর শুনানি হয়। আদালত জানিয়েছে ধৃতদের আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।
বৃহস্পতিবারও মামদকাণ্ডে (Drug Case) জামিন পায়নি বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। তবে শুক্রবার আদালত আরিয়ানের জামিন মামলা শুনবে বলে জানিয়েছে। এদিন বেশ কয়েক ঘণ্টা ধরেই মাদককাণ্ডে শুনানি হয়েছে । মাদককাণ্ডে ধৃত ৮ জনরেই ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শাহরুখ পুত্র আরিয়ানসহ ৮ জনকেই বৃহস্পতিবার রাত কাটাতে হবে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিসে। কারণে জেল হেফাজতে যাওয়ার আগে প্রত্যেকেরও আরটি পিসিআর অর্থাৎ করোনা পরীক্ষা করা হবে। এদিন আদালত ধৃত আট জনের জন্য একটি মামলার শুনানিতে মত দিয়েছে। তবে অন্তবর্তী জামিন মামলার জন্য শুধুমাত্র আরিয়ান খানের মামলাই আগামিকার শুনবে আদালত। আরিয়ান জামিন পেয়ে যেতে পারেন। কারণ তার কাছে কোনও রকম মাদক পাওয়া যায়নি।
'দয়া করে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসটা দেখুন', কেন সাধারণের কাছে এমন আর্জি স্বাস্থ্য মন্ত্রকের
বৃহস্পতিবার মাদক মামলায় ধৃত ৮ জনের আইনজীবীর শুনানি হয়। আদালত জানিয়েছে ধৃতদের আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তদন্তের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। তবে এদিন আদালতে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে যা যা বলা হয়েছে তা হলঃ
১. এনসিবি আট জনকেই নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল।
২ এনসিবির বলেছেন আটজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন রয়েছে।
৩. প্রধান মাদক সরবরাহকারীকে আটক করা হয়েছে।
৪. প্রধান মাদক সরবরাহকারী অচিত কুমারের মুখোমুখি বসিয়ে আরিয়ান খানসহ ৮ জনকে জেরা করার প্রয়োজন ছিল।
৫. পাল্টা আরিয়ান খানের আইনজীবী সতীশ মনোশিন্দে বলেন কেউ কাউকে চেনে না।
৬. এনসিবি দাবি করে আরও হেফাজতের প্রয়োজন রয়েছে। সকল অভিযুক্তদের মুখোমুখি হওয়া জরুরি। এনসিবি আরও জানিয়েছে যেখানে মাদক পাওয়া গেছে সেখানে ধৃতদের উপস্থিতি ছিল। তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
৭., অচিতকে এনসিবি হেফাজতে পাঠান হয়েছে। সেই প্রসঙ্গে এনসিবি বলে এই ব্যক্তি মাদকতক্রের একটি অংশ।
BJP: লাখিমপুর খেরিকাণ্ডে পরপর টুইট বরুণের , ছেলের সঙ্গে মা মানেকাকেও 'সাজা' দিল বিজেপি
Viral Photo: একটি গরিলার মৃত্যু, সেই ছবি দেখে মন খারাপ সোশ্যাল মিডিয়ায়
পাল্টা আরিয়ান খানের আইনজীবী বলেনঃ
১. হেফাজতের প্রয়োজন নেই। আরিখান খানকে ডাকলেই সে উপস্থিত হবে। এতদিন ধৃতে এনসিবির হেফাজতে ছিল তখন কেন জিজ্ঞাবাদ করা হয়নি।
২. গত কয়েক দিনে তদন্তের অগ্রগতি হয়নি। দুদিন আরিয়ান খানকে এনসিবি জিজ্ঞাসাবাদও করেনি।
৩. আরিয়ান খান আর আরবাজ মার্চেন্ট বন্ধু হলেও তারা একসঙ্গে পার্টি করার কোনও পরিকল্পনা করেনি।
৪. আরিয়ান খানকে সামনে রেখে এনসিবি মূল অপরাধীরের কাছে পৌঁছাতে চাইছে।
৫. এক ব্যক্তিকে চেনার অর্থ এই নয় যে তার সঙ্গে কোন লেনদেন করবেই। আরিয়ান অচিতকে চেনার প্রসঙ্গে এমনই জানিয়েছেন আরিয়ানের আইনজীবী।