২২ গজে নয়, এবার সপরিবারে অভিনয় জগতে পা যুবরাজ সিং-এর

Published : Feb 19, 2020, 04:17 PM ISTUpdated : Feb 19, 2020, 10:18 PM IST
২২ গজে নয়, এবার সপরিবারে অভিনয় জগতে পা যুবরাজ সিং-এর

সংক্ষিপ্ত

হরভজনের পর যুবরাজ সিং পর্দায় দেখা যাবে ওয়েব সিরিজে সপরিবারে অভিনয়ে থাকছেন ক্রিকেটর সম্প্রতি শুরু হবে শ্যুটিংপর্ব

মা, ভাই ও স্ত্রী-কে নিয়েই এবার নতুন ইনিংসে পা রাখতে চলেছেন যুবরাজ সিং। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। এতদিন যুবরাজ সিং-কে দেখা গিয়েছে কেবল খেলার মাঠের ময়দানে। এবার সেই মোড়ক ছেড়ে নয়া ভুমিকাতে আসতে চলেছেন যুবরাজ সিং। ব্যাট-বল নয়, এবার পালা লাইট-ক্যামেরা-অ্যাকশনের। 

আরও পড়ুনঃ প্রয়াত হলেন শাহরুখের পর্দার মা, শোকের ছায়া বি-টাউনে

আরও পড়ুনঃ বিয়ের ২০ বছর পরও পর্দায় বাজিমাত, কড়া ডায়েটেই অনবদ্য কাজল

এর আগে অভিনয় জগতে পা রাখার খবর ছড়িয়ে পড়েছিল হারবাজন সিং-এর। তিনি প্রথম ভারতীয় যিনি ক্রিকেটের ময়দান থেকে অভিনয় জগতে পা রেখেছেন। এবার সেই তালিকাতে নাম লেখানে যুবরাজ সিং। অভিনয় জগতে নিজে একাই নন, পরিবারের সকলকে নিয়েই হাজির হতে চলেছেন তিনি। একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁর মা শবনম, স্ত্রী হেজেল ও ভাই জোরাভরকে। 

আরও পড়ুনঃ 'পোশাক সামলানোর জন্যও লাগবে চারজন', নেট দুনিয়ায় ট্রোলের শিকার উর্বশী

আরও পড়ুনঃ পর্দায় এবার দু'জোড়া 'বান্টি আর বাবলি', প্রকাশ্যে এল মুক্তির তারিখ

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন যুবরাজের মা। এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে যুবরাজ সিং-এর ভাইকে। অসমের ড্রিম হাউসের প্রোডাকশনে তৈরি হবে এই ওয়েব সিরিজ। সম্প্রতি শুরু হবে ওয়েব সিরিজের কাজ। অপরদিকে যুবরাজের সঙ্গে কাজ করতে পেরেও এই সংস্থা গর্বিত। এটি একটি মার্কিন টিভি সিরিজের হিন্দি রিমেক। ক্রিকেটরকে পর্দায় দেখার খবর পাওয়া মাত্রই উৎসাহিত ভক্তরা। 
 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?