উত্তর পূর্ব ইংল্যান্ডে লরি থেকে উদ্ধার ৩৯টি দেহ, দানা বাঁধছে রহস্য

Published : Oct 23, 2019, 06:07 PM ISTUpdated : Oct 23, 2019, 06:20 PM IST
উত্তর পূর্ব ইংল্যান্ডে  লরি থেকে উদ্ধার ৩৯টি দেহ, দানা বাঁধছে রহস্য

সংক্ষিপ্ত

এসেক্সে  উদ্ধার ৩৯টি দেহ একটি লরি থেকে উদ্ধার হয় দেহগুলি গ্রেফতার সন্দেহভাজন লরি চালক বুলগেরিয়া থেকে এসেছিল লরিটি

একী কাণ্ড ব্রিটিশ যুক্তরাজ্যে! লরির ভিতর থেকে উদ্ধার হল ৩৯টি মৃতদেহ। ঘটনাটি এসেক্সের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায়। পুলিশ দেহগুলি উদ্ধার করেই তা অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। এই রহস্যজনক হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে লরির চালকে গ্রেফতার করা হয়েছে। বছর ২৫ ধৃত ব্যক্তি উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দা বলে জানা গেছে। 

এক্সেক্স পুলিশ সূত্রে জানা গেছে বুলগেরিয়া থেকে লরিটি এসেছে। গত শনিবার হলিহেড হয়ে সেটি ব্রিটিশ যুক্তরাজ্যে প্রবেশ করে। মৃতদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর ছিল। 

দেখুন ভিডিও: গোলা ছুড়েছিল পাকিস্তান, আগাম দীপাবলি পালন ভারতীয় সেনার

মৃত ব্যক্তিদের পরিচয় জানতে সবরকম চেষ্টা চালান হচ্ছে বলে দাবি করছে পুলিশ। লরিটির গতিপথ সম্পর্কে কিছু জানা থাকলে তা পুলিশকে জানানোর কথা বলা হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। 

দেখুন ভিডিও: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কালী পুজোয় বৃষ্টির ভ্রুকুটি নিয়ে কী বললেন আবহবিদ

আজ থেকে ৯ বছর আগে ২০০০ সালে ঠিক এভাবেই ডোভারে একটি লরি থেকে উদ্ধার হয়েছিল ৫৮জন চিনা অভিবাসীর দেহ। এই ঘটনায় পরে কারাবাস হয়েছিল এক ডাচ লরি চালকের।


 

PREV
click me!

Recommended Stories

ইউক্রেনের শক্তি গ্রিডে রাশিয়ার ভয়াবহ হামলা; জেলেনস্কির কূটনীতির আহ্বান
সিডনির বন্ডি বিচে বন্দুকবাজের হামলা নিহত ১০, নিরস্ত্র মানুষদের হত্যা করার ভিডিও ভাইরাল