Asianet News BanglaAsianet News Bangla

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কালী পুজোয় বৃষ্টির ভ্রুকুটি নিয়ে কী বললেন আবহবিদ

বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে। ফলে বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। 

Oct 23, 2019, 5:03 PM IST

বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে। ফলে বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। জানাচ্ছে আলিপুর আবহওয়া দফতর। বৃহস্পতিবার থেকে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গের জেলাগুলিতেও  ভারি বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে আশ্বস্ত করছে আবহাওয়া দফতর।রবিবার কালীপুজোর দিন আকাশ পরিস্কার থাকবে বলেই আশার খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

Video Top Stories