আর পালাবার পথ নেই নীরব মোদীর - ভারতে ফেরানোর রাস্তা সাফ, অনুমোদন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবশেষে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কেলেঙ্কারী মামলায় জালিয়াতি এবং অর্থ নয়ছয়ের অভিযোগে অভিযুক্ত, পলাতক অর্থনৈতিক অপরাধী নীরব মোদীকে দেশে ফেরানোর সব রাস্তা পরিষ্কার হল। শুক্রবার এই পলাতক হীরক ব্যবসায়ীকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণের বিষয়ে অনুমোদন দিয়েছেন সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী প্রীতি প্যাটেল। কাজেই প্রায় ১৩ হাজার কোটি টাকা জালিয়াতির দায়ে অভিযুক্ত নীরব মোদীকে ভারতে এনে ভারতীয় আইনের আওতায় বিচারধীন করা এখন শুধু সময়ের অপেক্ষা।   

 

Asianet News Bangla | Published : Apr 16, 2021 12:26 PM IST / Updated: Apr 16 2021, 06:15 PM IST

অবশেষে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কেলেঙ্কারী মামলায় জালিয়াতি এবং অর্থ নয়ছয়ের অভিযোগে অভিযুক্ত, পলাতক অর্থনৈতিক অপরাধী নীরব মোদীকে দেশে ফেরানোর সব রাস্তা পরিষ্কার হল। শুক্রবার এই পলাতক হীরক ব্যবসায়ীকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণের বিষয়ে অনুমোদন দিয়েছেন সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রী প্রীতি প্যাটেল। কাজেই প্রায় ১৩ হাজার কোটি টাকা জালিয়াতির দায়ে অভিযুক্ত নীরব মোদীকে ভারতে এনে ভারতীয় আইনের আওতায় বিচারধীন করা এখন শুধু সময়ের অপেক্ষা।   

গত ২৫ ফেব্রুয়ারি ওয়েস্টমিনস্টার কোর্ট নীরব মোদীর প্রত্যর্পণের পক্ষেই রায় দিয়েছিল। ২০১৮ সালে ভারত ছেড়ে পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছিল সে। কিন্তু, তাতে লাভ হয়নি। তার বিরুদ্ধে মামলা করে তাকে দেশে ফেরানোর জন্য় ব্রিটেনের কাছে আবেদন করেছিল সিবিআই। যুক্তরাজ্যের আদালত মেনে নিয়েছিল, যে ভারতীয় আইনের চোখে তিনি অপরাধী। তবে এরপরও নীরব মোদী ভারতীয় জেলে 'অমানবিক অবস্থা'র অভিযোগ করে দেশে প্রত্যর্পণ আটকাতে চেয়েছিল। তবে তাও শেষ পর্যন্ত ধোপে টেকেনি। যুক্তরাজ্যের আদালত সেই দাবিও খারিজ করে দিয়েছে। প্রায় দুই বছর ধরে চলার পর প্রত্যর্পণের বিরুদ্ধে করা আইনী লড়াইয়ে হেরে গিয়েছিল নীরব মোদী।

ভারতে তাকে মুম্বইয়ের আর্থার রোড কারাগারে এক বিশেষ কক্ষে রাখা হবে। আর্থার রোড কারাগারের এক আধিকারিক জানিয়েছেন, নীরব মোদী মুম্বই এলে তাকে সোজা কারাগারে আনা হবে। সেখানে ১২ নম্বর ব্যারাকের তিনটি কক্ষের একটিতে থাকবে সে। ওই ব্যারাক, উচ্চ সুরক্ষাযুক্ত ব্যারাক হিসাবেই পরিচিত।

 

Share this article
click me!