বর্ধমানে কৃষি বিলের সমর্থনে বিজেপির মিছিল, বেধড়ক মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Published : Oct 22, 2020, 02:32 PM ISTUpdated : Oct 22, 2020, 11:52 PM IST
বর্ধমানে কৃষি বিলের সমর্থনে বিজেপির মিছিল, বেধড়ক মারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সংক্ষিপ্ত

   কৃষি বিলের সমর্থনে বিজেপি মিছিল   আচমকা বাশ দিয়ে মারের অভিযোগ অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় গুরুতর আহত একাধিক

পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান:  কৃষি বিলের সমর্থনে মিছিলের জন্যে জমায়েত। সেই জমায়েতের ওপর লাঠি বাশ দিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী থানার মাঠে। এই ঘটনায় আহত বেশ কয়েকজন।

আরও পড়ুন, মহাষষ্ঠীতে EZCC গান গাইলেন বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় মন্ত্রীর গানের মুগ্ধ শ্রোতা মোদী

কৃষিবিল সমর্থনে পার্টি অফিসে জমায়েত হচ্ছিল বিজেপি কর্মীরা। সেই সময়  অতর্কিতে বিজেপি কর্মীদের উপর হামলা তৃণমূলের কর্মীরা। গুরুতর জখম বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক। এদিন বিকেল পাঁচটা নাগাদ পূর্বস্থলীর ৩৯ নম্বর জেডপির মণ্ডল সভাপতি বিজয় ঘোষের নেতৃত্বে কৃষি বিলের সমর্থনে একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করেছিল বিজেপি পার্টির পক্ষ থেকে তারা‌। এমন সময় অতর্কিতে তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁদের ওপর বাঁশ লাঠি নিয়ে এসে চড়াও হয়।  ঘটনাস্থলেই গুরুতর জখম হন বিজয় ঘোষ। 

আরও পড়ুন, সল্টলেকের EZCC-তে পুজোর উদ্বোধন করলেন মোদী, মহাষষ্ঠীতে শঙ্খ-উলু ধ্বনিতে মেতে উঠল মহানগর

রাজ্য বিজেপির তফসিলি মোর্চার সদস্য বিপুল দাস সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব। যাদেরকে পূর্বস্থলী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনাটি বিজেপির গোষ্ঠী দন্ধ পাল্টা দাবি করেন তৃণমূল। 

 

 

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ