প্রসূতির চিকিৎসায় 'গাফিলতি', গর্ভস্থ শিশুর মৃত্যুতে ধুন্ধুমারকাণ্ড কালনায়

Published : Sep 21, 2020, 06:44 PM ISTUpdated : Sep 21, 2020, 06:45 PM IST
প্রসূতির চিকিৎসায় 'গাফিলতি', গর্ভস্থ শিশুর মৃত্যুতে ধুন্ধুমারকাণ্ড কালনায়

সংক্ষিপ্ত

চিকিৎসায় গাফিলতিতে কি ঘটল বিপত্তি? ভূমিষ্ট হওয়ার আগে শিশুর মৃত্যু হাসপাতালে বিক্ষোভ প্রসূতির পরিবারের ধুন্ধুমারকাণ্ড পূর্ব বর্ধমানের কালনায়

পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান: প্রসূতির চিকিৎসায় গাফিলতি? সরকারি গর্ভস্থ শিশুর মৃত্যুতে রোষের মুখে পড়লেন কর্তব্যরত নার্সরা।  ধুন্ধুমারকাণ্ড পূর্ব বর্ধমানের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। একজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: টিউশনি থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে 'ধর্ষণ', অপমানে আত্মঘাতী স্কুল ছাত্রী

প্রসূতির নাম বিউটি বিবি। বাড়ি, কালনার নান্দাই গ্রামে। অন্তঃস্বত্ত্বা ওই গৃহবধূকে কালনার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় রবিবার। পরিবারের লোকেদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পর কার্যত কোনও চিকিৎসাই হয়নি বিউটির। উল্টে কিছু বলতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন কর্তব্য়রত নার্সরা। এরপর সোমবার সকালে যখন জানা যায়, বিউটি গর্ভস্থ শিশুটি মারা গিয়েছে, তখন ধৈর্য্যের বাঁধ ভাঙে পরিবারের লোকেদের। চিকিৎসায় গাফিলতি অভিযোগ তোলেন তাঁরা এবং নার্সদের উপর চড়াও হন বলে অভিযোগ।

আরও পড়ুন: তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ, করোনা যোদ্ধাকে বাড়িছাড়া করার অভিযোগ

আরও পড়ুন: বিশ্বভারতীতে অচলাবস্থা, পৌষমেলার মাঠ পরিদর্শন করল হাইকোট নিযুক্ত কমিটি

এদিকে এই ঘটনার পর আবার কাজ বন্ধ রেখে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন পড়েন নার্সরা। ফলে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে আরও। শেষপর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ
১৮০ ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন কবীর, জানিয়ে দিলেন 'কেন' তিনি বিধায়ক পদ ছাড়বেন না