নেপথ্যে স্ত্রীর পরকীয়া সম্পর্ক, বর্ধমানে যুবক খুনের রহস্যভেদ পুলিশের

Published : May 07, 2020, 01:27 PM ISTUpdated : May 07, 2020, 02:21 PM IST
নেপথ্যে স্ত্রীর পরকীয়া সম্পর্ক, বর্ধমানে যুবক খুনের রহস্যভেদ পুলিশের

সংক্ষিপ্ত

পরকীয়ার নির্মম পরিণতি নৃশংসভাবে খুন হয়ে গেলেন এক ব্যক্তি স্ত্রী ও প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ বর্ধমানের আউশগ্রামের ঘটনা

ছয় বছরেই দাম্পত্যে মোহভঙ্গ। প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে নৃশংসভাবে খুন করল স্ত্রী! দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামে।

আরও পড়ুন: করোনা আতঙ্কে মিলল না অ্যাম্বুল্যান্স, বেঘোরে প্রাণ গেল শিশুর

মৃতের নাম মধুসূদন বাউড়ি। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আউশগ্রামের জামতারা গ্রামে থাকতেন বছর তিরিশের ওই যুবক। লটারি বিক্রি করে যা রোজগার করতেন, তাই দিয়েই সংসার চলত। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির কাছেই তাঁর  নলিকাটা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। প্রতিবেশীরা জানিয়েছেন, মৃতের স্ত্রীর সঙ্গে পাশের বাড়ির যুবক মঙ্গল বাউরির পরকীয়া সম্পর্ক ছিল। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই অশান্তি হত। 

আরও পড়ুন: ব্লেড লাগানো তারে 'বিপদ', চা বাগানে ঢুকে বেঘোরে প্রাণ গেল বাইসনের

বিবাহ-বর্হিভূত সম্পর্কে কারণেই কি খুন? ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্ত্রী প্রীতি বাউরি ও তার প্রেমিককে আটক করে পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরায় অপরাধ স্বীকার করেছে তারা। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় যখন বাড়ি বাইরে বেরিয়েছিলেন মধুসূদন, তখন তাঁকে প্রথমে শ্বাসরোধ ও তারপর গলার নলি কেটে খুন করে প্রীতি ও মঙ্গল। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন মৃতের পরিবার লোকেরা ও গ্রামবাসীরা। 

PREV
click me!

Recommended Stories

বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI
LIVE NEWS UPDATE: বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI