'করোনার প্রতিষেধক তুলসীপাতা', নয়া নিদানে এবার বিতর্কে মন্ত্রী স্বপন দেবনাথ

Published : Jun 22, 2020, 10:16 PM ISTUpdated : Jun 22, 2020, 10:18 PM IST
'করোনার প্রতিষেধক তুলসীপাতা', নয়া নিদানে এবার বিতর্কে মন্ত্রী স্বপন দেবনাথ

সংক্ষিপ্ত

করোনা প্রতিরোধে নয়া নিদান তুলসী পাতার রস খাওয়ার পরামর্শ বিতর্কে মন্ত্রী স্বপন দেবনাথ প্রমাণ মেলেনি, জানালেন চিকিৎসকদের

পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান: করোনা প্রতিরোধে নয়া দাওয়াই। এবার সকলকে তুলসী পাতার রস খাওয়ার পরামর্শ দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। শরীরকে সুস্থ রাখতে তুলসী পাতার উপকারিতা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু তুলসী পাতা কি করোনাতঙ্ক থেকেও মুক্তি দিতে পারে? মন্ত্রীর মন্তব্যে জমে উঠেছে বিতর্ক।

আরও পড়ুন: ব্লাড ক্যানসার-এর উপর করোনা-র ঘা, সবাইকে হারিয়ে জয়ী হল পুরুলিয়ার পুঁচকে

ররিবারের ঘটনা। কালনা মহকুমা হাসপাতাল চত্বরে ফাঁকা জমিতে ভেষজ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বর্ধমান জেলা প্রকৃতি ও পশুপ্রেমী সংস্থা। অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্বস্থলীর বিধায়ক তথা প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথও। তিনি নিজের হাতে তুলসীর চারাগাছ রোপন করেন। মন্ত্রী বলেন, 'তুলসী পাতা যেমন পুজোয় লাগে, তেমনই তা মানব শরীরের জন্যও উপকারী। করোনার প্রতিষেধকের কাজ করে তুলসী।' সকলে তুলসী পাতার রস খাওয়ার আবেদনও জানান তিনি।

আরও পড়ুন: রিপোর্ট নেগেটিভ, বিধায়ককে ভর্তি করা হল কোভিড হাসপাতালে

এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোনও প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তবে চিকিৎসকদের মতে, যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। সেই সূত্রেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আর্সেনিকাম অ্যালবাম নামে একটি হোমওপ্যাথি ওষুধের জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু তুলসী পাতার রস খেলে কি উপকার মিলবে? কালনা মহকুমা হাসপাতালের  সুপার কৃষ্ণচন্দ্র  বড়াই বলেন, করোনা প্রতিষেধক হিসেবে তুলসী পাতার কার্যকর, এমন কোনও প্রমাণ মিলেছে বলে তাঁর জানা নেই।  সর্দি-কাশি ও রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়ানো ক্ষেত্রে তুলসীপাতার উপকারিতা স্বীকার করে নিয়েছেন তিনি।

PREV
click me!

Recommended Stories

বড় চমক! এবার মাসে মাসে মিলবে ২৫০০ টাকা, ভাতা বৃদ্ধি নিয়ে বিরাট ইঙ্গিত রাজ্য সরকারের
ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ