আগামী মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। কোন কোন দিন কি উপলক্ষ্যে ব্যাঙ্কের ছুটি থাকবে তা দেখে নেওয়া যাক। এই ছুটির তালিকায় রয়েছে প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারও।
এপ্রিল মাস (Month April) আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন। প্রতি মাসেই ব্যাঙ্কের (Bank Close) কাজ আমাদের প্রয়োজন হয়। ব্যাঙ্ক ছাড়া এক মাসও চলে না। আর এপ্রিলেও তার কোনও অন্যথা হবে না। কিন্তু, খারাপ খবর হল এই মাসে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই অহেতুক হয়রানি এড়াতে আগে থেকেই সেই ছুটির দিনগুলি (Bank Holiday) জেনে রাখুন। আর সেই মতোই ব্যাঙ্ক সংক্রান্ত কাজের তালিকা ঠিক করে ফেলুন।
প্রতি মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। ইতিমধ্যে এপ্রিল মাসের ব্যাঙ্কের ছুটির (Bank Holiday List of April) তালিকা প্রকাশ করেছে তারা। জানা যাচ্ছে, আগামী মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। কোন কোন দিন কি উপলক্ষ্যে ব্যাঙ্কের ছুটি থাকবে তা দেখে নেওয়া যাক। এই ছুটির তালিকায় রয়েছে প্রতি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারও। নতুন আর্থিক বর্ষের প্রথম দিন হল ১ এপ্রিল। আর সেই নতুন আর্থিক বর্ষের প্রথম দিনই ছুটি থাকবে ব্যাঙ্ক।
আরও পড়ুন- বিশ্বের কোন ১০টি দেশে মজুদ রয়েছে সবথেকে বেশি সোনা, কোথায় দাঁড়িয়ে ভারত - জানেন কি
এপ্রিলে এক ঝলকে ব্যাঙ্ক ছুটির দিনগুলি :
আরও পড়ুন- একধাক্কায় চড়চড়িয়ে বেড়ে গেল সোনা-রূপোর দর, বিয়ের মরশুমের আগেই পকেটে কোপ মধ্যবিত্তের
আরও পড়ুন- সরকারি এই খাতে ইনভেস্ট করলেই পাবেন ১০ লক্ষ টাকা, কীভাবে পাবেন জেনে নিন