ফিক্সড ডিপোজিটে মিলবে ৮.৫% পর্যন্ত সুদ, নাগরিকদের জন্য সুখবর নিয়ে এল বন্ধন ব্যাঙ্ক

ফিক্সড ডিপোজিটের ওপর বাড়ল সুদের হার। দেখে নিন কোন খাতে কত টাকা রাখলে মিলবে বেশি সুদ। চাইলে রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং বা এমবন্ধন মোবাইল অ্যাপের দ্বারাও বাড়িতে বসে বিনিয়োগ করতে পারেন।

 

ক্রমশ সুদের হার কমছে ফিক্সড ডিপোজিটের। ব্যাঙ্কের এই সিদ্ধান্ত বহুদিন ধরেই চিন্তার ভাঁজ ফেলেছে নাগরিকদের কপালে। এবার সকলের কথা চিন্তা করে সুখবর নিয়ে এল বন্ধন ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটের ওপর বাড়ল সুদের হার। দেখে নিন কোন খাতে কত টাকা রাখলে মিলবে বেশি সুদ।

Latest Videos

ব্যাঙ্ক এফডি-কে প্রবীণ নাগরিকদের জন্য ৮.৫% এবং অন্যান্যদের ৮ % পর্যন্ত সুদ মিলবে। ৬০০ দিনের মেয়াদ কালে রয়েছি বিশেষ অফার। রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং বা এমবন্ধন মোবাইল অ্যাপের দ্বারাও বাড়িতে বসে বিনিয়োগ করতে পারেন। জানা যাচ্ছে, বন্ধন ব্যাঙ্ক স্থায়ী আমানতের ওপর উচ্চ সুদের হার ৫০ বিপিএস বৃদ্ধি করল। এই পরিবর্তিত সুদের হারগুলো দুই কোটি টাকা পর্যন্ত খুচরো আমানতের ক্ষেত্রে প্রযোজ্য। এই সুবিধা কার্যকর হবে ৬ ফেব্রুয়ারি ২০২৩ থেকে। এই নতুন সুদের হার বৃদ্ধির মাধ্যমে, ব্যাঙ্ক সমস্ত ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ দিতে চলেছে। দেখে নিন সুদের হার কত পেতে পারেন।

৭ দিন থেকে ১৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ নাগরিকেরা পাবেন ৩.০০% প্রবীণ নাগরিক পাবেন ৩.৭৫%।

১৫ দিন থেকে ৩০ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ নাগরিকেরা পাবেন ৩.০০% প্রবীণ নাগরিক পাবেন ৩.৭৫%।

৩১ দিন থেকে দু মাসের কম সময়কালের জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ নাগরিকেরা পাবেন ৩.৫০% প্রবীণ নাগরিক পাবেন ৪.২৫%।

দু মাস থেকে তিন মাসের কম সময়কালের জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ নাগরিকেরা পাবেন ৪.৫০% প্রবীণ নাগরিক পাবেন ৫.২৫%।

তিন মাস থেকে ছয় মাসের কম সময়কালের জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ নাগরিকেরা পাবেন ৪.৫০% প্রবীণ নাগরিক পাবেন ৫.২৫%।

ছয় মাস থেকে এক বছরের কম সময়কালের জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ নাগরিকেরা পাবেন ৪.৫০% প্রবীণ নাগরিক পাবেন ৫.২৫%।

এক বছর থেকে ৫৯৯ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ নাগরিকেরা পাবেন ৭.২৫% প্রবীণ নাগরিক পাবেন ৭.৭৫%।

৬০০ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ নাগরিকেরা পাবেন ৮.০০% প্রবীণ নাগরিক পাবেন ৮.৫০%।

৬০১ দিন থেকে দু বছরের কম সময়কালের জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ নাগরিকেরা পাবেন ৭.২৫% প্রবীণ নাগরিক পাবেন ৭.৭৫%।

২ বছর থেকে তিন বছরের কম সময়কালের জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ নাগরিকেরা পাবেন ৭.২৫% প্রবীণ নাগরিক পাবেন ৭.৭৫%।

তিন বছর থেকে পাঁচ বছরের কম সময়কালের জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ নাগরিকেরা পাবেন ৭.২৫% প্রবীণ নাগরিক পাবেন ৭.৭৫%।

পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সময়কালের জন্য ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ নাগরিকেরা পাবেন ৫.৮৫% প্রবীণ নাগরিক পাবেন ৬.৬০%।

 

আরও পড়ুন

সোমবার ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন হলমার্কের লেটেস্ট রেট

সপ্তাহের প্রথম দিনে কি বাড়তে চলেছে জ্বালানির দাম, কলকাতায় আজ কত টাকায় বিকোচ্ছে পেট্রল ডিজেল, জেনে নিন

Adani Issue: নাম না করে আদানি ইস্যুতে অবশেষে বিবৃতি জারি সেবি-র, পাল্টা সমালোচনা বিরোধীদের

 

Share this article
click me!

Latest Videos

ফের বড়সড় অভিযানে ইডি! একাধিক ঠিকানায় একযোগে ইডির হানা! দেখুন | ED Raid Today
‘পুলিশ না থাকলে তৃণমূলকে কেউ ভয় পেতো না’ মমতাকে ঝাঁঝালো আক্রমণ সুকান্তর! দেখুন কী বললেন | Sukanta M
‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
'আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল' চিৎকার সঞ্জয় রায়ের | Sanjay Roy | RG Kar Case
‘পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্ষমতা এবার দেখবে তৃণমূল’ তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুর! | Suvendu Adhikari