Budget 2023: দাম বাড়ছে গয়না-গাড়ির, দাম কমছে সাইকেল-সহ অনেক জিনিসের- রইল পুরো তালিকা

সিগারেট , মদ, সোনা আর রুপোর গয়নার দাম বাড়ছে। দাম কমছে সাইলেক মোবাইল ফোনের। দেখুন পুরো তালিকা। 

Web Desk - ANB | Published : Feb 1, 2023 9:40 AM IST

কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বেশ কিছু জিনিসের ওপর আমদানি শুল্কতে ছাড় দেওয়া হয়েছে। আবার বেশ কিছু জিনিসের ওপর আমদানি শুল্ক বা কর বাড়ান হয়েছে। তাতে অনেক জিনিসের দাম যেমন বেড়েছে তেমনই আবার অনেক জিনিসের দাম কমেছে।

এবার একনজরে দেখ নেব কোন কোন জিনিসের দাম বাড়ল আর কোনও কোনও জিনিসের দাম কমল।

১. সিগারেটের দাম বাড়বে

দাম বাড়বে সিগারেটের। সিগারেটের ওপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে এবারের বাজেটে।

২.দাম কমবে মোবাইল ফোনের

মোবাইলের ফোনের যন্ত্রাংশের পর অন্তঃশুল্ক হ্রাস করা হয়েছে। তাতে আগামী দিনে মোবাইলের ফোনের দাম কমবে। ভারতে মোবাইল উৎপাদ আরও বাড়বে বলেও আশা।

৩. দাম কমবে টিভির

টিভির যন্ত্রাংশের অন্তঃশুল্কে ছাড় দিয়েছেন নির্মলা সীতারমণ। যার কারণে কমবে টিভির দাম।

৪. দাম বাড়বে ইলেকট্রিক চিমনির

রান্নাঘরে ইলেকট্রনিক চিমনির দাম আরও বাড়ে। কারণ অন্তঃশুল্ক ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

৫. গয়নার দাম বাড়বে

রুপোর ওপর অন্তঃশুল্কের পরিমাণ বাড়ান হয়েছে। তাই দাম বাড়বে রুপোর। ইমিচেশন গয়নার ওপর শুল্ক বাড়ান হয়েছে। তাই দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। শুল্ক বাড়ার কারণে প্যালিনামের গয়না ওই ধাতুর দামও বাডডবে। শুল্ক বেড়েছে সোনার বাঁটের ওপর। তাই দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

৬. ক্যামেরার লেন্সের দাম কমবে

শুল্ক কমিয়ে দেওয়ার কারণ ক্যামেরার লেন্সের দাম অনেকটাই কমবে। প্রভাব পড়বে ক্যামেরার দামেরও ওপর।

৭. খেলনার দাম কমবে

শিশুদের দেশী খেলনার দাম কমবে। কারণ দেশে তৈরি খেলনার ওপর শুল্কে ছাড় দেওয়া হয়েছে।

৮. সাইকেলের দাম কমবে

দেশে তৈরি সাইলেকের ওপর কর ছাড় দেওয়া হয়েছে। তাই সাইলেকের দাম আরও কমবে বলেও মনে করা হচ্ছে।

৯. বিদেশী গাড়ির দাম বাড়বে

বিদেশি ইলেকট্রক গাড়ির গাম বাড়বে। গাড়ির ওপর আমদানি শুল্ক বাড়ান হয়েছএ। তূে দেশে তৈরি ইলেকটিক গাড়ির গাড়ির দাম কমবে। কাঁচামালের ওপর শুল্কে ছাড় দেওয়া হয়েছে।

১০. সস্তা হবে ব্যাটারি

বাজেটের ব্যাটারির ওপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তাই ব্যাটারির দাম কমবে । সস্তা হবে লিথিয়াম ব্যাটারি।

১১. বিদেশ থেকে আনা রবারের দাম বাড়বে

আমদানিকৃত রবারের শুল্ক ১০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। ফরে টায়ার টিউবের দাম বাড়বে।

১২. মদের দাম বাড়বে

অ্যালকোহলিক পানীয়র ওপর ১০০ শতাংশ শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বাড়বে সব ধরনের মদের।

আরও পড়ুনঃ

Budget 2023: সিগারেটের ওপর কর আরও বাড়ল, কমল মোবাইল ফোনের যন্ত্রাংশের আমদানি শুল্ক

Budget 2023 New Incom Tax: ৮৭ মিনিটের বাজেট বক্তৃতায় মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আয়কর ছাড়ের কথা ঘোষণা নির্মলার

'বাজেট' শব্দের উৎপত্তি থেকে প্রচলন- একনজরে দেখুন সেরা ১০ টি চমকপ্রদ ঘটনা

Read more Articles on
Share this article
click me!