Gold Price: হু হু করে চড়েছে সোনার দামের পারদ, দেখে নিন শুক্রবারের লেটেস্ট দর

Published : Jul 14, 2023, 09:36 AM ISTUpdated : Jul 14, 2023, 09:39 AM IST
Gold price today 13 july 2023

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১৪ জুলাই শুক্রবার ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৫০০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,০০০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,০০০ টাকা। শুক্রবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫০,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম ৫,৫০০ টাকা

৮ গ্রাম ৪৪,০০০ টাকা

১০ গ্রাম ৫৫,০০০ টাকা

১০০ গ্রাম ৫,৫০,০০০ টাকা

অন্যদিকে ১৪ জুলাই ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৬,০০০ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৮,০০০ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,০০০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শুক্রবার হয়েছে ৬,০০,০০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম ৬,০০০ টাকা

৮ গ্রাম ৪৮,০০০ টাকা

১০ গ্রাম ৬০,০০০ টাকা

১০০ গ্রাম ৬,০০,০০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ রুপোর দাম রয়েছে বাড়তির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শুক্রবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম ৭৫.৬০ টাকা

৮ গ্রাম ৬০৪.৮০ টাকা

১০ গ্রাম ৭৫৬ টাকা

১০০ গ্রাম ৭,৫৬০ টাকা

আরও পড়ুন

Weather News: কলকাতায় বাড়তে চলেছে বৃষ্টি, উপকূলের জেলাগুলিতে থাকছে সতর্কতা
বিশাল বিশাল ঢেউয়ে ভেসে যাচ্ছেন মানুষ, প্রবল বৃষ্টিতে বন্ধ হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের সমস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা
PM Modi News: ৪০ বছর আগে আলিয়ান্স ফ্রাঁসে-তে অংশ নিয়েছিলেন মোদী, কার্ড দেখিয়ে স্মৃতি রোমন্থন
Benefits of Garlic For Sex: রসুনেই মিলবে চরম যৌন সুখ, জেনে নিন টোটকা

PREV
click me!

Recommended Stories

ইন্ডিগোর আকাশে দুর্যোগ, DGCA-র কড়া হাতে রাশ! ৫% ফ্লাইট কমানোর সিদ্ধান্ত
ব্রিটিশদের হারানো এক বাঙালির সাফল্যের গল্প! যা প্রতিটি বাঙালির অবশ্যই জানা উচিত