Gold Silver Price: শুক্রবার এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনা-রুপোর দর, জেনে নিন লেটেস্ট আপডেট

Published : Jun 09, 2023, 06:52 AM IST
Gold Rate 30th may 2023

সংক্ষিপ্ত

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

৯ জুন শুক্রবার ২২ ক্যারট সোনার প্রতি গ্রামের দাম কমেছে ৪০ টাকা করে। ১ গ্রামের দাম হয়েছে ৫,৫২০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,১৬০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,২০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ কমে গিয়েছে। শুক্রবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫২,০০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৫২০ টাকা

৮ গ্রাম - ৪৪,১৬০ টাকা

১০ গ্রাম - ৫৫,২০০ টাকা

১০০ গ্রাম - ৫,৫২,০০০ টাকা

অন্যদিকে ৯ জুন তারিখে প্রতি গ্রামে ৪৩ ক্যারট সোনার দাম কমে গেছে ৩২ টাকা করে। ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৬,০২২ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,১৭৬ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,২২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শুক্রবার কমে হয়েছে ৬,০২,২০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,০২২ টাকা

৮ গ্রাম - ৪৮,১৭৬ টাকা

১০ গ্রাম - ৬০,২২০ টাকা

১০০ গ্রাম - ৬,০২,২০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও রয়েছে কমতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শুক্রবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৩.৪০ টাকা

৮ গ্রাম - ৫৮৭.২০ টাকা

১০ গ্রাম - ৭৩৪ টাকা

১০০ গ্রাম - ৭,৩৪০ টাকা

আরও পড়ুন -

মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে কোটি কোটি টাকার হিরে, অন্ধ্রপ্রদেশের গ্রামে খুব গোপনে চলছে সিন্ডিকেট-রাজ
মোদীর ভাবমূর্তি দেখিয়ে আর হিন্দুত্ববাদী প্রচার করলেই বিজেপি ভোটে জিতবে না: সতর্ক করল আরএসএস
আজ থেকেই দারুণ সৌভাগ্য পেতে চলেছেন ৬টি রাশি জাতকরা, বুধ গ্রহ থেকে তৈরি হচ্ছে গজকেশরী রাজ যোগ

PREV
click me!

Recommended Stories

সিনিয়র সিটিজেনদের জন্য বড় খবর, ফিক্সড ডিপোজিটে মিলছে ৮.৮৫ শতাংশ পর্যন্ত রিটার্ন
ব্র্যান্ডেড ডিমে লুকিয়ে ক্যান্সারের ঝুঁকি? নয়া এই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ